
মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালী এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে গ্যাসবাহী জাহাজ নোঙর করতে পারছে না। এ কারণে মূল সঞ্চালন লাইনে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় বৃহত্তর চট্টগ্রামে গ্যাসের মারাত্মক সংকট দেখা দিয়েছে। নগরীর ১ হাজার ২০০ শিল্প ও দেড় লাখ আবাসিক গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কমে যায়। এমন অবস্থায় গতকাল বুধবার বিকেল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাস-সংকট দেখা দেয়। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। স্বাভাবিক সময়ে এলএনজি টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে যেখানে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা, গতকাল সন্ধ্যায় তা ১৯৫ মিলিয়নে নেমে আসে।
এই গ্যাস-সংকটের ফলে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পকারখানার গ্রাহকেরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাসায় খাবার রান্না না হওয়ায় অনেককে রেস্তোরাঁয় ভিড় করতে দেখা যায়।
নগরীর কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের গৃহিণী ফরিদা ইয়াসমিন শিল্পী বলেন, ‘গতকাল বিকেলে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর নিয়ে দেখি আশপাশে কোথাও গ্যাস নেই। পরে বাধ্য হয়ে এলপিজির চুলায় রান্না করি। আজ বিকেল পৌনে ৬টা পর্যন্ত লাইনের চুলায় গ্যাস আসেনি।’
এদিকে গ্যাসের জাতীয় সঞ্চালন লাইনে চাপ কমে যাওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের (বিতরণ দক্ষিণ বিভাগ) উপমহাব্যবস্থাপক মো. আজাদ রহমান বলেন, ‘আবহাওয়াজনিত কারণে সাগর উত্তাল থাকায় এলএনজি নিয়ে আসা জাহাজ টার্মিনালে নোঙর করতে পারছে না। টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আজ রাতের মধ্যে তা স্বাভাবিক হতে পারে। চট্টগ্রাম নগরীতে ১ হাজার ২০০ ইন্ডাস্ট্রিয়াল ও দেড় লাখ আবাসিক গ্রাহক রয়েছে। গ্যাস-সংকটের কারণে তাদের অসুবিধা হচ্ছে।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে