সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্য রাতে মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে থাকা দান বক্স থেকে নগদ টাকা লুটের পাশাপাশি কালী প্রতিমার গায়ে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
গতকাল রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখিল এলাকার শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমল চন্দ্র কর্মকার।
তিনি আজকের পত্রিকাকে জানান, ভোরে পুজো দিতে গিয়ে মন্দিরের গ্রিল ভাঙা দেখতে পান পূজারি বিমলানন্দ ব্রহ্মচারী। তিনি তাৎক্ষণিক বিষয়টি জানালে মন্দিরের ভেতরে থাকা দান বক্স ও ভেতরে থাকা লকার ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশাপাশি ভেতরে থাকা স্থাপিত কালী প্রতিমার শরীরের লাগানো স্বর্ণালংকারগুলোও প্রতিমার গায়ে ছিল না।
সভাপতি অমল চন্দ্র কর্মকার আরও জানান, মন্দিরের পাশে থাকা সিসিটিভি ফুটেছে দেখা গেছে, তিন থেকে চারজন মুখোশধারী দুর্বৃত্ত রাত সাড়ে ৩টার দিকে লোহার শাবল ও কোড়াবারি নিয়ে মন্দিরে প্রবেশ করে। পরে তারা মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দান বক্স ভেঙে ভক্তদের দেওয়া নগদ টাকা ও প্রতিমার শরীরে লাগানো স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
বিষয়টি সোমবার সকালে স্থানীয় জনপ্রতিনিধিসহ সীতাকুণ্ড থানা-পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে জনপ্রতিনিধির পাশাপাশি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।
স্থানীয় বাসিন্দা গোপাল চন্দ্র শীল বলেন, মন্দিরটি অর্ধশত বছরের পুরোনো। মন্দিরে কালী মায়ের স্থাপিত প্রতিমা রয়েছে। প্রতিমার গায়ে ছিল দুই ভরিরও অধিক স্বর্ণালংকার। মধ্যরাতে মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় সনাতনী বাসিন্দাদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মন্দিরে চুরির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মন্দিরে চুরির অভিযোগ পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে থাকা সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। মন্দিরে ফেলে যাওয়া শাবলসহ সরঞ্জাম দেখে এটি নিছক চুরির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসআই মিজানুর রহমান আরও বলেন, পরিদর্শন শেষে চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্তকাজ অব্যাহত রয়েছে। একই সঙ্গে মন্দির পরিচালনা কমিটিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেছেন। অভিযোগ সাপেক্ষে তদন্ত-পূর্বক ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্য রাতে মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে থাকা দান বক্স থেকে নগদ টাকা লুটের পাশাপাশি কালী প্রতিমার গায়ে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
গতকাল রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখিল এলাকার শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমল চন্দ্র কর্মকার।
তিনি আজকের পত্রিকাকে জানান, ভোরে পুজো দিতে গিয়ে মন্দিরের গ্রিল ভাঙা দেখতে পান পূজারি বিমলানন্দ ব্রহ্মচারী। তিনি তাৎক্ষণিক বিষয়টি জানালে মন্দিরের ভেতরে থাকা দান বক্স ও ভেতরে থাকা লকার ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশাপাশি ভেতরে থাকা স্থাপিত কালী প্রতিমার শরীরের লাগানো স্বর্ণালংকারগুলোও প্রতিমার গায়ে ছিল না।
সভাপতি অমল চন্দ্র কর্মকার আরও জানান, মন্দিরের পাশে থাকা সিসিটিভি ফুটেছে দেখা গেছে, তিন থেকে চারজন মুখোশধারী দুর্বৃত্ত রাত সাড়ে ৩টার দিকে লোহার শাবল ও কোড়াবারি নিয়ে মন্দিরে প্রবেশ করে। পরে তারা মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দান বক্স ভেঙে ভক্তদের দেওয়া নগদ টাকা ও প্রতিমার শরীরে লাগানো স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
বিষয়টি সোমবার সকালে স্থানীয় জনপ্রতিনিধিসহ সীতাকুণ্ড থানা-পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে জনপ্রতিনিধির পাশাপাশি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।
স্থানীয় বাসিন্দা গোপাল চন্দ্র শীল বলেন, মন্দিরটি অর্ধশত বছরের পুরোনো। মন্দিরে কালী মায়ের স্থাপিত প্রতিমা রয়েছে। প্রতিমার গায়ে ছিল দুই ভরিরও অধিক স্বর্ণালংকার। মধ্যরাতে মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় সনাতনী বাসিন্দাদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মন্দিরে চুরির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মন্দিরে চুরির অভিযোগ পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে থাকা সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। মন্দিরে ফেলে যাওয়া শাবলসহ সরঞ্জাম দেখে এটি নিছক চুরির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসআই মিজানুর রহমান আরও বলেন, পরিদর্শন শেষে চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্তকাজ অব্যাহত রয়েছে। একই সঙ্গে মন্দির পরিচালনা কমিটিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেছেন। অভিযোগ সাপেক্ষে তদন্ত-পূর্বক ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১২ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২২ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২৯ মিনিট আগে