প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

চলমান লকডাউনে জনমানবশূন্য কক্সবাজারের উখিয়ার নয়নাভিরাম ইনানী সৈকত। কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন বিচ ফটোগ্রাফার, বিচ বাইকচালক, ভাসমান ব্যবসায়ীসহ এখানকার দুই শতাধিক পর্যটনসেবী। আর প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে উখিয়া উপজেলা প্রশাসন।
আজ শনিবার সকালে উপজেলার ইনানী এলাকার মেরিনড্রাইভ–সংলগ্ন হেলিপ্যাডে পর্যটননির্ভর এসব মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আজকের পত্রিকাকে বলেন, জেলাব্যাপী বিধিনিষেধ বাস্তবায়নে কঠোরতার পাশাপাশি ২১ শ্রেণি-পেশার কর্মহীন মানুষদের জরুরি সহায়তা প্রদান করছে জেলা প্রশাসন, যার মধ্যে পর্যটনসেবীরাও আছেন। পর্যটন একটি সম্ভাবনাময় শিল্প, যার বিকাশে সরকারের কর্মপ্রয়াস অব্যাহত থাকবে।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘মানবিক বিবেচনায় তালিকাভিত্তিক কর্মহীনদের পাশাপাশি ৩৩৩–এ কল করেও ইতিমধ্যে তিন শতাধিক মানুষ পেয়েছেন খাদ্যসহায়তা। একদিকে বিধিনিষেধ বাস্তবায়ন, অন্যদিকে কর্মহীন মানুষের অন্নের ব্যবস্থা করতেও আমরা সব সময় প্রস্তুত।’
দুরবস্থায় সরকারি সহায়তা পেয়ে খুশি ইনানী সৈকতের পর্যটনসেবীরা। বিচ ফটোগ্রাফার শাহাবুদ্দিন বলেন, ‘পর্যটক না আসার কারণে দীর্ঘদিন ধরে আমাদের আয়ের পথ বন্ধ, খুব খারাপ সময় যাচ্ছে। এ অবস্থায় সহায়তার প্রয়োজন ছিল, প্রশাসন আমাদের মনে রেখেছে, তার জন্য কৃতজ্ঞতা।’
বিচ বাইকচালক নুরুল আমিন বলেন, ‘বিচে মানুষ এলে আমাদের পেটে খাবার জোটে, লকডাউনে খুব কষ্টে আছি। সাহায্য করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’
এ সময় উখিয়া উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারি সিদ্ধান্তে ১ এপ্রিল থেকে তিন মাস ধরে বন্ধ রয়েছে কক্সবাজার জেলার সব পর্যটনকেন্দ্র।

চলমান লকডাউনে জনমানবশূন্য কক্সবাজারের উখিয়ার নয়নাভিরাম ইনানী সৈকত। কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন বিচ ফটোগ্রাফার, বিচ বাইকচালক, ভাসমান ব্যবসায়ীসহ এখানকার দুই শতাধিক পর্যটনসেবী। আর প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে উখিয়া উপজেলা প্রশাসন।
আজ শনিবার সকালে উপজেলার ইনানী এলাকার মেরিনড্রাইভ–সংলগ্ন হেলিপ্যাডে পর্যটননির্ভর এসব মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আজকের পত্রিকাকে বলেন, জেলাব্যাপী বিধিনিষেধ বাস্তবায়নে কঠোরতার পাশাপাশি ২১ শ্রেণি-পেশার কর্মহীন মানুষদের জরুরি সহায়তা প্রদান করছে জেলা প্রশাসন, যার মধ্যে পর্যটনসেবীরাও আছেন। পর্যটন একটি সম্ভাবনাময় শিল্প, যার বিকাশে সরকারের কর্মপ্রয়াস অব্যাহত থাকবে।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘মানবিক বিবেচনায় তালিকাভিত্তিক কর্মহীনদের পাশাপাশি ৩৩৩–এ কল করেও ইতিমধ্যে তিন শতাধিক মানুষ পেয়েছেন খাদ্যসহায়তা। একদিকে বিধিনিষেধ বাস্তবায়ন, অন্যদিকে কর্মহীন মানুষের অন্নের ব্যবস্থা করতেও আমরা সব সময় প্রস্তুত।’
দুরবস্থায় সরকারি সহায়তা পেয়ে খুশি ইনানী সৈকতের পর্যটনসেবীরা। বিচ ফটোগ্রাফার শাহাবুদ্দিন বলেন, ‘পর্যটক না আসার কারণে দীর্ঘদিন ধরে আমাদের আয়ের পথ বন্ধ, খুব খারাপ সময় যাচ্ছে। এ অবস্থায় সহায়তার প্রয়োজন ছিল, প্রশাসন আমাদের মনে রেখেছে, তার জন্য কৃতজ্ঞতা।’
বিচ বাইকচালক নুরুল আমিন বলেন, ‘বিচে মানুষ এলে আমাদের পেটে খাবার জোটে, লকডাউনে খুব কষ্টে আছি। সাহায্য করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’
এ সময় উখিয়া উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারি সিদ্ধান্তে ১ এপ্রিল থেকে তিন মাস ধরে বন্ধ রয়েছে কক্সবাজার জেলার সব পর্যটনকেন্দ্র।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে