নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে খেলার টার্ফ দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহতের মামলায় নাজিম উদ্দিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাজিম চান্দগাঁও মৌলভী পুকুরপাড় এলাকার শফি ভান্ডারির ছেলে ও স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তিনি এই মামলার এজাহারনামীয় ১২ নম্বর আসামি।
বাকি আসামিরা হলেন মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিন, জাশেদুর রহমান নওশাদ, মো. আলফাজ, আবির রহমান রুবেল, ফয়সাল মোরশেদ, মো. ফাহিম, মো. জাহেদ, মো. নয়ন, মো. হাছান ওরফে ঢাকাইয়া হাছান, মো. পারভেজ, জয়নাল আবেদিন সাকিবসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘টার্ফ নিয়ে দ্বন্দ্বে জুবায়ের উদ্দিন বাবু নিহতের ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর শুক্রবার রাতেই এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছে। তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা।’
এর আগে শুক্রবার নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় স্থানীয় কাউন্সিলর কার্যালয়ের সামনে খেলার টার্ফ (মাঠ) দখল নিয়ে নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন ও একই কমিটির কৃষি সম্পাদক নুরুল আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ছুরিকাঘাতে জুবায়ের উদ্দিন বাবু (২৫) নামে এক যুবদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান।
ওই হত্যাকাণ্ডের ঘটনার পর রাতে সংঘর্ষে জড়িত নগর যুবদলের দুই নেতাকে বহিষ্কৃত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে নগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। পরে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন খেলার উদ্বোধনী অনুষ্ঠানের আগমুহূর্তে আসামিরা পূর্বশত্রুতার জের ধরে দেশি অস্ত্রশস্ত্রসহ টার্ফের মালিকপক্ষ, আয়োজক কমিটি ও দর্শকদের ওপর হামলা করে। এ সময় টার্ফের ভেতরে থাকা জুবায়ের উদ্দিন বাবুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

চট্টগ্রামে খেলার টার্ফ দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহতের মামলায় নাজিম উদ্দিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাজিম চান্দগাঁও মৌলভী পুকুরপাড় এলাকার শফি ভান্ডারির ছেলে ও স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তিনি এই মামলার এজাহারনামীয় ১২ নম্বর আসামি।
বাকি আসামিরা হলেন মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিন, জাশেদুর রহমান নওশাদ, মো. আলফাজ, আবির রহমান রুবেল, ফয়সাল মোরশেদ, মো. ফাহিম, মো. জাহেদ, মো. নয়ন, মো. হাছান ওরফে ঢাকাইয়া হাছান, মো. পারভেজ, জয়নাল আবেদিন সাকিবসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘টার্ফ নিয়ে দ্বন্দ্বে জুবায়ের উদ্দিন বাবু নিহতের ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর শুক্রবার রাতেই এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছে। তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা।’
এর আগে শুক্রবার নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় স্থানীয় কাউন্সিলর কার্যালয়ের সামনে খেলার টার্ফ (মাঠ) দখল নিয়ে নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন ও একই কমিটির কৃষি সম্পাদক নুরুল আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ছুরিকাঘাতে জুবায়ের উদ্দিন বাবু (২৫) নামে এক যুবদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান।
ওই হত্যাকাণ্ডের ঘটনার পর রাতে সংঘর্ষে জড়িত নগর যুবদলের দুই নেতাকে বহিষ্কৃত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে নগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। পরে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন খেলার উদ্বোধনী অনুষ্ঠানের আগমুহূর্তে আসামিরা পূর্বশত্রুতার জের ধরে দেশি অস্ত্রশস্ত্রসহ টার্ফের মালিকপক্ষ, আয়োজক কমিটি ও দর্শকদের ওপর হামলা করে। এ সময় টার্ফের ভেতরে থাকা জুবায়ের উদ্দিন বাবুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে