নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে খেলার টার্ফ দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহতের মামলায় নাজিম উদ্দিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাজিম চান্দগাঁও মৌলভী পুকুরপাড় এলাকার শফি ভান্ডারির ছেলে ও স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তিনি এই মামলার এজাহারনামীয় ১২ নম্বর আসামি।
বাকি আসামিরা হলেন মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিন, জাশেদুর রহমান নওশাদ, মো. আলফাজ, আবির রহমান রুবেল, ফয়সাল মোরশেদ, মো. ফাহিম, মো. জাহেদ, মো. নয়ন, মো. হাছান ওরফে ঢাকাইয়া হাছান, মো. পারভেজ, জয়নাল আবেদিন সাকিবসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘টার্ফ নিয়ে দ্বন্দ্বে জুবায়ের উদ্দিন বাবু নিহতের ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর শুক্রবার রাতেই এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছে। তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা।’
এর আগে শুক্রবার নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় স্থানীয় কাউন্সিলর কার্যালয়ের সামনে খেলার টার্ফ (মাঠ) দখল নিয়ে নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন ও একই কমিটির কৃষি সম্পাদক নুরুল আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ছুরিকাঘাতে জুবায়ের উদ্দিন বাবু (২৫) নামে এক যুবদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান।
ওই হত্যাকাণ্ডের ঘটনার পর রাতে সংঘর্ষে জড়িত নগর যুবদলের দুই নেতাকে বহিষ্কৃত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে নগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। পরে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন খেলার উদ্বোধনী অনুষ্ঠানের আগমুহূর্তে আসামিরা পূর্বশত্রুতার জের ধরে দেশি অস্ত্রশস্ত্রসহ টার্ফের মালিকপক্ষ, আয়োজক কমিটি ও দর্শকদের ওপর হামলা করে। এ সময় টার্ফের ভেতরে থাকা জুবায়ের উদ্দিন বাবুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

চট্টগ্রামে খেলার টার্ফ দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহতের মামলায় নাজিম উদ্দিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাজিম চান্দগাঁও মৌলভী পুকুরপাড় এলাকার শফি ভান্ডারির ছেলে ও স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তিনি এই মামলার এজাহারনামীয় ১২ নম্বর আসামি।
বাকি আসামিরা হলেন মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিন, জাশেদুর রহমান নওশাদ, মো. আলফাজ, আবির রহমান রুবেল, ফয়সাল মোরশেদ, মো. ফাহিম, মো. জাহেদ, মো. নয়ন, মো. হাছান ওরফে ঢাকাইয়া হাছান, মো. পারভেজ, জয়নাল আবেদিন সাকিবসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘টার্ফ নিয়ে দ্বন্দ্বে জুবায়ের উদ্দিন বাবু নিহতের ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর শুক্রবার রাতেই এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছে। তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা।’
এর আগে শুক্রবার নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় স্থানীয় কাউন্সিলর কার্যালয়ের সামনে খেলার টার্ফ (মাঠ) দখল নিয়ে নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন ও একই কমিটির কৃষি সম্পাদক নুরুল আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ছুরিকাঘাতে জুবায়ের উদ্দিন বাবু (২৫) নামে এক যুবদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান।
ওই হত্যাকাণ্ডের ঘটনার পর রাতে সংঘর্ষে জড়িত নগর যুবদলের দুই নেতাকে বহিষ্কৃত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে নগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। পরে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন খেলার উদ্বোধনী অনুষ্ঠানের আগমুহূর্তে আসামিরা পূর্বশত্রুতার জের ধরে দেশি অস্ত্রশস্ত্রসহ টার্ফের মালিকপক্ষ, আয়োজক কমিটি ও দর্শকদের ওপর হামলা করে। এ সময় টার্ফের ভেতরে থাকা জুবায়ের উদ্দিন বাবুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে