নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

গত রোববার থেকে দফায় দফায় বাংলাদেশে প্রবেশ করেছেন ৩৩০ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য। তাঁদের মধ্যে ১০০ জনকে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টেকনাফের হ্নীলা উচ্চবিদ্যালয় অস্থায়ী ক্যাম্পে পাঠানো হয়েছে। তাঁরা বিজিবির তত্ত্বাবধানে আছেন। বাকি ২৩০ জন ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনটি বাসে তাঁদের নেওয়া হয়।
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশে তাঁদের নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম পরে জানানো হবে।
এদিকে গতকাল বুধবার রাত থেকে গোলাগুলির শব্দ শোনা গেলেও সকাল থেকে এখনো পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা যায়নি।
তুমব্রু স্থানীয় বাসিন্দা আলী হোসাইন বলেন, ‘মিয়ানমারের ওপারে গোলাগুলির ঘটনায় আমরা বসতঘর ছেড়ে উখিয়াতে আত্মীয়-স্বজনদের কাছে চলে গিয়েছি। এখন দেখতে আসলাম তুমব্রু সীমান্তের পরিস্থিতি কী রকম। তবে দেখে মনে হলো কিছুটা শান্ত। কিন্তু ভয়ের মধ্যেই আছি। কখন যে আবারও গোলাগুলি শুরু হয়। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না। সীমান্তের কাছে আমাদের চাষের জমি। সেখানেও যেতে এখন ভয়ে হচ্ছে। কাজকর্ম ছাড়া সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।’
হোয়াইক্যংয়ের স্থানীয় বাসিন্দা আনোয়ারা বেগম বলেন, ‘সীমান্তের কাছে আমার বাড়ি, গরু, ছাগলগুলো সীমান্তের কাছে খাবার খেতে গেলে এগুলো আনতে গেলে এখন ভয় হচ্ছে। কারণ, গতকাল বুধবার হোয়াইক্যং সীমান্ত পয়েন্টে ব্যাপক গোলাগুলি ঘটনা চলমান থাকায় মিয়ানমার বিজিপির ৬৪ জন সদস্য এপারে ঢুকে পড়ে। তখনো চলতে থাকে গোলাগুলি। এর আগেও মর্টার শেল ও গুলির শব্দে দিনের বেলায় বাড়ি থাকতাম না, রাতে বাড়িতে আসলে ঘুমাতে পারতাম না, সব সময় ভয়ের মধ্যেই থাকতে হচ্ছে।’
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় এপারের সীমান্তবর্তী মানুষের জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঘর থেকে বের হতে ও কাজে যেতে ভয় পাচ্ছে মানুষ।

গত রোববার থেকে দফায় দফায় বাংলাদেশে প্রবেশ করেছেন ৩৩০ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য। তাঁদের মধ্যে ১০০ জনকে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টেকনাফের হ্নীলা উচ্চবিদ্যালয় অস্থায়ী ক্যাম্পে পাঠানো হয়েছে। তাঁরা বিজিবির তত্ত্বাবধানে আছেন। বাকি ২৩০ জন ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনটি বাসে তাঁদের নেওয়া হয়।
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশে তাঁদের নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম পরে জানানো হবে।
এদিকে গতকাল বুধবার রাত থেকে গোলাগুলির শব্দ শোনা গেলেও সকাল থেকে এখনো পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা যায়নি।
তুমব্রু স্থানীয় বাসিন্দা আলী হোসাইন বলেন, ‘মিয়ানমারের ওপারে গোলাগুলির ঘটনায় আমরা বসতঘর ছেড়ে উখিয়াতে আত্মীয়-স্বজনদের কাছে চলে গিয়েছি। এখন দেখতে আসলাম তুমব্রু সীমান্তের পরিস্থিতি কী রকম। তবে দেখে মনে হলো কিছুটা শান্ত। কিন্তু ভয়ের মধ্যেই আছি। কখন যে আবারও গোলাগুলি শুরু হয়। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না। সীমান্তের কাছে আমাদের চাষের জমি। সেখানেও যেতে এখন ভয়ে হচ্ছে। কাজকর্ম ছাড়া সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।’
হোয়াইক্যংয়ের স্থানীয় বাসিন্দা আনোয়ারা বেগম বলেন, ‘সীমান্তের কাছে আমার বাড়ি, গরু, ছাগলগুলো সীমান্তের কাছে খাবার খেতে গেলে এগুলো আনতে গেলে এখন ভয় হচ্ছে। কারণ, গতকাল বুধবার হোয়াইক্যং সীমান্ত পয়েন্টে ব্যাপক গোলাগুলি ঘটনা চলমান থাকায় মিয়ানমার বিজিপির ৬৪ জন সদস্য এপারে ঢুকে পড়ে। তখনো চলতে থাকে গোলাগুলি। এর আগেও মর্টার শেল ও গুলির শব্দে দিনের বেলায় বাড়ি থাকতাম না, রাতে বাড়িতে আসলে ঘুমাতে পারতাম না, সব সময় ভয়ের মধ্যেই থাকতে হচ্ছে।’
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় এপারের সীমান্তবর্তী মানুষের জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঘর থেকে বের হতে ও কাজে যেতে ভয় পাচ্ছে মানুষ।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২৯ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
৪৪ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে