কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘বিএনপির আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। দেশকে হাওয়া ভবন বানিয়ে তিনবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপি-জামাতের ভাঁওতাবাজি রাজনীতি বন্ধ করতে হবে। এক বিন্দু রক্ত থাকতেও গণতন্ত্রকে আমরা ধরে রাখব। কোনো অবস্থাতেই দেশ স্বাধীনতাবিরোধীদের হাতে পরিচালনা করতে দেওয়া যাবে না।’
আজ রোববার চট্টগ্রামের কর্ণফুলীর আবদুল জলিল চৌধুরী কলেজ মাঠে নবীর বরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও আখতারুজ্জামান চৌধুরী বাবু ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘বিএনপি-জামাত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। অগ্নি সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। দেশ যখন নানা প্রতিকূলতা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সে মুহূর্তে স্বাধীনতা ও উন্নয়ন বিরোধীরা দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। রাজপথে তাদের অগ্নি সন্ত্রাসের দাঁত ভাঙা জবাব দিতে হবে।’
ভূমিমন্ত্রী বলেন, ‘মাঠ আওয়ামী লীগ ও সাধারণ মানুষের দখলে। গণতন্ত্র নিয়ে বিএনপিকে ভাবতে হবে না। বাংলাদেশ বিশ্বের বাইরের দেশ নয়। বিশ্ব যেভাবে চলে আমাদেরও সেভাবে চলতে হবে। গত সাড়ে ১৪ বছরে শেখ হাসিনা সরকার দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। বিএনপির আমলে দেশে উন্নতি হয়নি, হয়েছে লুটপাট। নেতৃত্ব দেওয়ার মতো তাদের কোনো যোগ্য নেতাও নেই। তারা আবারও দেশকে হাওয়া ভবনে নিয়ে যেতে চাচ্ছে।’
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘নির্বাচনে আসুন, জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে। পুরোনো মিথ্যা গল্প বলে কোনো লাভ নেই। দেশ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ আছে। আর কারও হাতে দেশ নিরাপদ নয়। দেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। জনগণের ভোটে আমরা আবারও নির্বাচিত হয়ে ক্ষমতায় আসব ইনশা আল্লাহ।’
এ সময় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত পিযুষ কুমার চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘বিএনপির আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। দেশকে হাওয়া ভবন বানিয়ে তিনবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপি-জামাতের ভাঁওতাবাজি রাজনীতি বন্ধ করতে হবে। এক বিন্দু রক্ত থাকতেও গণতন্ত্রকে আমরা ধরে রাখব। কোনো অবস্থাতেই দেশ স্বাধীনতাবিরোধীদের হাতে পরিচালনা করতে দেওয়া যাবে না।’
আজ রোববার চট্টগ্রামের কর্ণফুলীর আবদুল জলিল চৌধুরী কলেজ মাঠে নবীর বরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও আখতারুজ্জামান চৌধুরী বাবু ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘বিএনপি-জামাত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। অগ্নি সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। দেশ যখন নানা প্রতিকূলতা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সে মুহূর্তে স্বাধীনতা ও উন্নয়ন বিরোধীরা দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। রাজপথে তাদের অগ্নি সন্ত্রাসের দাঁত ভাঙা জবাব দিতে হবে।’
ভূমিমন্ত্রী বলেন, ‘মাঠ আওয়ামী লীগ ও সাধারণ মানুষের দখলে। গণতন্ত্র নিয়ে বিএনপিকে ভাবতে হবে না। বাংলাদেশ বিশ্বের বাইরের দেশ নয়। বিশ্ব যেভাবে চলে আমাদেরও সেভাবে চলতে হবে। গত সাড়ে ১৪ বছরে শেখ হাসিনা সরকার দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। বিএনপির আমলে দেশে উন্নতি হয়নি, হয়েছে লুটপাট। নেতৃত্ব দেওয়ার মতো তাদের কোনো যোগ্য নেতাও নেই। তারা আবারও দেশকে হাওয়া ভবনে নিয়ে যেতে চাচ্ছে।’
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘নির্বাচনে আসুন, জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে। পুরোনো মিথ্যা গল্প বলে কোনো লাভ নেই। দেশ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ আছে। আর কারও হাতে দেশ নিরাপদ নয়। দেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। জনগণের ভোটে আমরা আবারও নির্বাচিত হয়ে ক্ষমতায় আসব ইনশা আল্লাহ।’
এ সময় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত পিযুষ কুমার চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে