নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলায় নিজ বাড়ি থেকে এক কিশোরীকে (১৭) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দাদপুর ইউনিয়নের পূর্ব বারাহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। অপহৃত কিশোরী স্থানীয় একটি বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় পাস করেন।
অভিযোগ থেকে জানা গেছে, ভুক্তভোগী স্কুলে যাওয়া-আসার সময় সেজান (১৯) নামে এক তরুণ প্রায় উত্ত্যক্ত করত। ভুক্তভোগী এড়িয়ে চললে তাকে দেখে নেওয়ার হুমকি দেন ওই তরুণ। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে বাড়িতে মাগরিবের নামাজ পড়ছিলেন ভুক্তভোগী। এ সময় সেজানসহ চার-পাঁচজন তাদের ঘরে ঢুকে অস্ত্রের মুখে ভুক্তভোগীকে তুলে নিয়ে যায়।
ভুক্তভোগীর বাবা অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়েকে জায়নামাজ থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ এখনো মেয়েকে উদ্ধার করতে পারেনি। আমার মেয়ের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’
দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান শিপন আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক নিজ ঘর থেকে কিশোরীকে অপহরণ করেছে স্থানীয় কিছু বখাটে। এ ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’
সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন দে বলেন, ‘অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ‘অস্ত্রের মুখে অপহরণ’ হয়েছে কি না, তা এখন বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন।’
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। আমাদের একাধিক দল ভুক্তভোগীকে উদ্ধারের কাজ করছে।’

নোয়াখালী সদর উপজেলায় নিজ বাড়ি থেকে এক কিশোরীকে (১৭) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দাদপুর ইউনিয়নের পূর্ব বারাহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। অপহৃত কিশোরী স্থানীয় একটি বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় পাস করেন।
অভিযোগ থেকে জানা গেছে, ভুক্তভোগী স্কুলে যাওয়া-আসার সময় সেজান (১৯) নামে এক তরুণ প্রায় উত্ত্যক্ত করত। ভুক্তভোগী এড়িয়ে চললে তাকে দেখে নেওয়ার হুমকি দেন ওই তরুণ। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে বাড়িতে মাগরিবের নামাজ পড়ছিলেন ভুক্তভোগী। এ সময় সেজানসহ চার-পাঁচজন তাদের ঘরে ঢুকে অস্ত্রের মুখে ভুক্তভোগীকে তুলে নিয়ে যায়।
ভুক্তভোগীর বাবা অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়েকে জায়নামাজ থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ এখনো মেয়েকে উদ্ধার করতে পারেনি। আমার মেয়ের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’
দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান শিপন আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক নিজ ঘর থেকে কিশোরীকে অপহরণ করেছে স্থানীয় কিছু বখাটে। এ ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’
সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন দে বলেন, ‘অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ‘অস্ত্রের মুখে অপহরণ’ হয়েছে কি না, তা এখন বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন।’
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। আমাদের একাধিক দল ভুক্তভোগীকে উদ্ধারের কাজ করছে।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৩ মিনিট আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে