নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে দ্বিতীয় বিয়েতে বাধা ও দেনমোহরের জন্য স্ত্রীকে তালাক দিতে না পারায় তাঁকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী মো. এনাম (৩০)। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে এমন তথ্য জানিয়েছেন মো. এনাম।
আজ মঙ্গলবার নগরের চান্দগাঁও র্যাব-৭ ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান। এর আগে, গতকাল সোমবার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এনামের বাড়ি রাউজান উপজেলায়।
গত ১ অক্টোবর উপজেলার পূর্বটিলা এলাকায় শ্বশুরবাড়ি থেকে নুরজাহান মনি (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ওই গৃহবধূর স্বামীকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার আসামি ছিলেন এনাম।
সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান বলেন, চারবছর আগে এনামের সঙ্গে নূরজাহান মনির (২১) মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক হয়। পরে সামাজিকভাবে তাঁদের বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর নুর জাহান অসুস্থ হওয়ায় তাঁর স্বামী তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে এনাম দ্বিতীয় বিয়ে করার কথা বলেন স্ত্রীকে। তাতে স্ত্রী রাজি ছিল না। বিষয়টি নিয়ে এনাম তাঁর স্ত্রীর ওপর বিভিন্ন সময় নির্যাতন চালাতেন।
দুই বছর আগে এনাম ওমানে চলে যায়। এ সময় বিদেশে থাকাকালে স্বামী ভরণপোষণ না দেওয়ায় স্ত্রী নুরজাহান তাঁর বাপের বাড়িতে চলে যান। গত ১৭ সেপ্টেম্বর এনাম দেশে ফেরেন। পরে নুরজাহান তিন বছরের মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে আসেন। এ সময় নুরজাহানের ওপর পুনরায় নির্যাতন শুরু করেন স্বামী। গত ১ অক্টোবর ঝগড়াঝাঁটির একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পলাতক থাকেন এনাম।
র্যাব কর্মকর্তা বলেন, এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির অবস্থান শনাক্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
এনাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, তিনি দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী রাজি ছিল না। দেনমোহরের টাকার পরিমাণ বেশি হওয়ায় স্ত্রীকে তালাকও দিতে পারেননি। ওমানে থাকাবস্থায় এনাম বিভিন্ন মেয়েদের সঙ্গে নিয়ে স্ত্রীকে ভিডিও কল দিয়ে অশালীন কথাবার্তা বলতেন, যাতে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যায়। দ্বিতীয় বিয়ের জন্য বাধা এবং পথের কাঁটা মনে করায় পরে স্ত্রী নুরজাহানকে পরিকল্পিতভাবে হত্যা করেন তিনি।

চট্টগ্রামের রাউজানে দ্বিতীয় বিয়েতে বাধা ও দেনমোহরের জন্য স্ত্রীকে তালাক দিতে না পারায় তাঁকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী মো. এনাম (৩০)। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে এমন তথ্য জানিয়েছেন মো. এনাম।
আজ মঙ্গলবার নগরের চান্দগাঁও র্যাব-৭ ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান। এর আগে, গতকাল সোমবার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এনামের বাড়ি রাউজান উপজেলায়।
গত ১ অক্টোবর উপজেলার পূর্বটিলা এলাকায় শ্বশুরবাড়ি থেকে নুরজাহান মনি (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ওই গৃহবধূর স্বামীকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার আসামি ছিলেন এনাম।
সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান বলেন, চারবছর আগে এনামের সঙ্গে নূরজাহান মনির (২১) মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক হয়। পরে সামাজিকভাবে তাঁদের বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর নুর জাহান অসুস্থ হওয়ায় তাঁর স্বামী তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে এনাম দ্বিতীয় বিয়ে করার কথা বলেন স্ত্রীকে। তাতে স্ত্রী রাজি ছিল না। বিষয়টি নিয়ে এনাম তাঁর স্ত্রীর ওপর বিভিন্ন সময় নির্যাতন চালাতেন।
দুই বছর আগে এনাম ওমানে চলে যায়। এ সময় বিদেশে থাকাকালে স্বামী ভরণপোষণ না দেওয়ায় স্ত্রী নুরজাহান তাঁর বাপের বাড়িতে চলে যান। গত ১৭ সেপ্টেম্বর এনাম দেশে ফেরেন। পরে নুরজাহান তিন বছরের মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে আসেন। এ সময় নুরজাহানের ওপর পুনরায় নির্যাতন শুরু করেন স্বামী। গত ১ অক্টোবর ঝগড়াঝাঁটির একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পলাতক থাকেন এনাম।
র্যাব কর্মকর্তা বলেন, এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির অবস্থান শনাক্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
এনাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, তিনি দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী রাজি ছিল না। দেনমোহরের টাকার পরিমাণ বেশি হওয়ায় স্ত্রীকে তালাকও দিতে পারেননি। ওমানে থাকাবস্থায় এনাম বিভিন্ন মেয়েদের সঙ্গে নিয়ে স্ত্রীকে ভিডিও কল দিয়ে অশালীন কথাবার্তা বলতেন, যাতে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যায়। দ্বিতীয় বিয়ের জন্য বাধা এবং পথের কাঁটা মনে করায় পরে স্ত্রী নুরজাহানকে পরিকল্পিতভাবে হত্যা করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে