নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে দ্বিতীয় বিয়েতে বাধা ও দেনমোহরের জন্য স্ত্রীকে তালাক দিতে না পারায় তাঁকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী মো. এনাম (৩০)। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে এমন তথ্য জানিয়েছেন মো. এনাম।
আজ মঙ্গলবার নগরের চান্দগাঁও র্যাব-৭ ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান। এর আগে, গতকাল সোমবার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এনামের বাড়ি রাউজান উপজেলায়।
গত ১ অক্টোবর উপজেলার পূর্বটিলা এলাকায় শ্বশুরবাড়ি থেকে নুরজাহান মনি (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ওই গৃহবধূর স্বামীকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার আসামি ছিলেন এনাম।
সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান বলেন, চারবছর আগে এনামের সঙ্গে নূরজাহান মনির (২১) মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক হয়। পরে সামাজিকভাবে তাঁদের বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর নুর জাহান অসুস্থ হওয়ায় তাঁর স্বামী তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে এনাম দ্বিতীয় বিয়ে করার কথা বলেন স্ত্রীকে। তাতে স্ত্রী রাজি ছিল না। বিষয়টি নিয়ে এনাম তাঁর স্ত্রীর ওপর বিভিন্ন সময় নির্যাতন চালাতেন।
দুই বছর আগে এনাম ওমানে চলে যায়। এ সময় বিদেশে থাকাকালে স্বামী ভরণপোষণ না দেওয়ায় স্ত্রী নুরজাহান তাঁর বাপের বাড়িতে চলে যান। গত ১৭ সেপ্টেম্বর এনাম দেশে ফেরেন। পরে নুরজাহান তিন বছরের মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে আসেন। এ সময় নুরজাহানের ওপর পুনরায় নির্যাতন শুরু করেন স্বামী। গত ১ অক্টোবর ঝগড়াঝাঁটির একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পলাতক থাকেন এনাম।
র্যাব কর্মকর্তা বলেন, এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির অবস্থান শনাক্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
এনাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, তিনি দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী রাজি ছিল না। দেনমোহরের টাকার পরিমাণ বেশি হওয়ায় স্ত্রীকে তালাকও দিতে পারেননি। ওমানে থাকাবস্থায় এনাম বিভিন্ন মেয়েদের সঙ্গে নিয়ে স্ত্রীকে ভিডিও কল দিয়ে অশালীন কথাবার্তা বলতেন, যাতে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যায়। দ্বিতীয় বিয়ের জন্য বাধা এবং পথের কাঁটা মনে করায় পরে স্ত্রী নুরজাহানকে পরিকল্পিতভাবে হত্যা করেন তিনি।

চট্টগ্রামের রাউজানে দ্বিতীয় বিয়েতে বাধা ও দেনমোহরের জন্য স্ত্রীকে তালাক দিতে না পারায় তাঁকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী মো. এনাম (৩০)। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে এমন তথ্য জানিয়েছেন মো. এনাম।
আজ মঙ্গলবার নগরের চান্দগাঁও র্যাব-৭ ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান। এর আগে, গতকাল সোমবার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এনামের বাড়ি রাউজান উপজেলায়।
গত ১ অক্টোবর উপজেলার পূর্বটিলা এলাকায় শ্বশুরবাড়ি থেকে নুরজাহান মনি (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ওই গৃহবধূর স্বামীকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার আসামি ছিলেন এনাম।
সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান বলেন, চারবছর আগে এনামের সঙ্গে নূরজাহান মনির (২১) মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক হয়। পরে সামাজিকভাবে তাঁদের বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর নুর জাহান অসুস্থ হওয়ায় তাঁর স্বামী তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে এনাম দ্বিতীয় বিয়ে করার কথা বলেন স্ত্রীকে। তাতে স্ত্রী রাজি ছিল না। বিষয়টি নিয়ে এনাম তাঁর স্ত্রীর ওপর বিভিন্ন সময় নির্যাতন চালাতেন।
দুই বছর আগে এনাম ওমানে চলে যায়। এ সময় বিদেশে থাকাকালে স্বামী ভরণপোষণ না দেওয়ায় স্ত্রী নুরজাহান তাঁর বাপের বাড়িতে চলে যান। গত ১৭ সেপ্টেম্বর এনাম দেশে ফেরেন। পরে নুরজাহান তিন বছরের মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে আসেন। এ সময় নুরজাহানের ওপর পুনরায় নির্যাতন শুরু করেন স্বামী। গত ১ অক্টোবর ঝগড়াঝাঁটির একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পলাতক থাকেন এনাম।
র্যাব কর্মকর্তা বলেন, এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির অবস্থান শনাক্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
এনাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, তিনি দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী রাজি ছিল না। দেনমোহরের টাকার পরিমাণ বেশি হওয়ায় স্ত্রীকে তালাকও দিতে পারেননি। ওমানে থাকাবস্থায় এনাম বিভিন্ন মেয়েদের সঙ্গে নিয়ে স্ত্রীকে ভিডিও কল দিয়ে অশালীন কথাবার্তা বলতেন, যাতে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যায়। দ্বিতীয় বিয়ের জন্য বাধা এবং পথের কাঁটা মনে করায় পরে স্ত্রী নুরজাহানকে পরিকল্পিতভাবে হত্যা করেন তিনি।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে