নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে ধর্ষণ করার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁদেরকে পাঁচ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার মো. সাইফুল ইসলাম ফারুক ও বদিউল আলম।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি এম এ নাছের চৌধুরী। তিনি বলেন, ‘মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই কারণে ছয়জনের সাক্ষ্যগ্রহণের পর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।’
মামলার বরাত দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বেঞ্চ সহকারী মো. কফিল উদ্দিন জানান, কক্সবাজারের চকোরিয়া এলাকার এক বিধবাকে গার্মেন্টসে চাকরি দেওয়ার নামে ২০১৮ সালের ২৪ থেকে ২৬ জুন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার একটি ফ্ল্যাটে রেখে ধর্ষণ করেন সাইফুল ও বদিউল। এই ঘটনায় ওই নারী চট্টগ্রাম নগরীর সদরঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার পর ২০২০ সালের ৫ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। আজ বুধবার রায় ঘোষণা করার সময় দুই আসামির মধ্যে বদিউল আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম নগরীতে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে ধর্ষণ করার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁদেরকে পাঁচ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার মো. সাইফুল ইসলাম ফারুক ও বদিউল আলম।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি এম এ নাছের চৌধুরী। তিনি বলেন, ‘মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই কারণে ছয়জনের সাক্ষ্যগ্রহণের পর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।’
মামলার বরাত দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বেঞ্চ সহকারী মো. কফিল উদ্দিন জানান, কক্সবাজারের চকোরিয়া এলাকার এক বিধবাকে গার্মেন্টসে চাকরি দেওয়ার নামে ২০১৮ সালের ২৪ থেকে ২৬ জুন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার একটি ফ্ল্যাটে রেখে ধর্ষণ করেন সাইফুল ও বদিউল। এই ঘটনায় ওই নারী চট্টগ্রাম নগরীর সদরঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার পর ২০২০ সালের ৫ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। আজ বুধবার রায় ঘোষণা করার সময় দুই আসামির মধ্যে বদিউল আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৫ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১৮ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
৩২ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
৩৮ মিনিট আগে