নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অনেক পরিচ্ছন্নতাকর্মীকে আসামি করা হয়েছে উল্লেখ করে নিরীহ কাউকে গ্রেপ্তার না করার অনুরোধ করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ সোমবার সকালে নগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড পরিদর্শনে গিয়ে মেয়র এই অনুরোধের কথা বলেন।
মেয়র শাহাদাত বলেন, ‘কিছুদিন আগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আমি পরিষ্কার বলতে চাই, অতিদ্রুত খুনি-সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে। সন্ত্রাসী যে–ই হোক, সে যদি সিটি করপোরেশনের কেউ হয়ে থাকেন, তাঁকে অবশ্যই গ্রেপ্তার করবে।’
মেয়র আরও বলেন, ‘তবে আমি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি, যেন করপোরেশনের কোনো নিরীহ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার না হয়, সেটা নজরে রাখতে হবে। আমাদের পরিচ্ছন্নতা বিভাগের যেসব কর্মচারী দিন–রাত পরিশ্রম করে চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন রাখছে, তারা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে।’
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের ঘটনায় তাঁর অনুসারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে আদালতের অদূরে সেবক কলোনির মুখে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত।
আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ২৯ নভেম্বর দিবাগত রাতে কোতোয়ালি থানায় ৩১ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের বাবা জামাল উদ্দিন। মামলায় নাম উল্লেখ করা আসামিদের দু-একজন বাদে সবাই চসিকের পরিচ্ছন্নতাকর্মী। মামলায় পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অনেক পরিচ্ছন্নতাকর্মীকে আসামি করা হয়েছে উল্লেখ করে নিরীহ কাউকে গ্রেপ্তার না করার অনুরোধ করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ সোমবার সকালে নগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড পরিদর্শনে গিয়ে মেয়র এই অনুরোধের কথা বলেন।
মেয়র শাহাদাত বলেন, ‘কিছুদিন আগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আমি পরিষ্কার বলতে চাই, অতিদ্রুত খুনি-সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে। সন্ত্রাসী যে–ই হোক, সে যদি সিটি করপোরেশনের কেউ হয়ে থাকেন, তাঁকে অবশ্যই গ্রেপ্তার করবে।’
মেয়র আরও বলেন, ‘তবে আমি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি, যেন করপোরেশনের কোনো নিরীহ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার না হয়, সেটা নজরে রাখতে হবে। আমাদের পরিচ্ছন্নতা বিভাগের যেসব কর্মচারী দিন–রাত পরিশ্রম করে চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন রাখছে, তারা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে।’
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের ঘটনায় তাঁর অনুসারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে আদালতের অদূরে সেবক কলোনির মুখে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত।
আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ২৯ নভেম্বর দিবাগত রাতে কোতোয়ালি থানায় ৩১ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের বাবা জামাল উদ্দিন। মামলায় নাম উল্লেখ করা আসামিদের দু-একজন বাদে সবাই চসিকের পরিচ্ছন্নতাকর্মী। মামলায় পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে