
কুমিল্লায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। অপর দিকে জেলার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় ডেঙ্গুতে মারা গেছে পাঁচজন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
করোনায় মারা যাওয়া ব্যক্তি বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা, আর ডেঙ্গুতে মৃত ব্যক্তি দাউদকান্দি পৌরসভার বলদাখাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন একজন এবং মৃত্যুবরণ করেছেন একজন। চলতি মাসে মোট ৬৭টি পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ৫ শতাংশ। করোনা ভাইরাস শনাক্তের এসব পরীক্ষা জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে করানো হয়। সরকারিভাবে জেলাটিতে এখনো করোনা পরীক্ষা শুরু হয়নি বলে জানা গেছে।
এদিকে জেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। সরকারি তথ্যমতে, চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৬৪ জন। তবে বাস্তবে এ সংখ্যা পাঁচ গুণেরও বেশি বলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৩ জন। এর মধ্যে মারা গেছে একজন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু দাউদকান্দি উপজেলায় মারা গেছে পাঁচজন। তার মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, ‘আজ রোববারে করোনা আক্রান্ত হয়ে একজন ও ডেঙ্গুতে একজন মারা গেছে। আমরা জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা ও ডেঙ্গু সংক্রমণের তথ্য সংগ্রহ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে