নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে প্রাইভেট পড়ানোর নামে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক তাঁর বাসায় ওই ছাত্রীকে নেশাদ্রব্য মেশানো পানি খাইয়ে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে।
গতকাল রোববার (৯ জুন) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শের শাহ এলাকায় হাজি মজুমদার ভিলার ভাড়া বাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল ইউনিয়নের সোনারখিল গ্রামের হামিদ আলীর ছেলে ফয়েজুল ইসলাম (৪৬)। তিনি বায়েজিদে শের শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ধর্ষণের শিকার শিক্ষার্থী একই স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রী।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা আজকের পত্রিকাকে বলেন, মেয়েটির অভিযোগ অনুযায়ী, শনিবার সকালে ওই ছাত্রী ফয়েজুলের বাসায় প্রাইভেট পড়তে গিয়েছিল। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য মেশানো পানি খাওয়ানো হয়। এরপর তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন ফয়েজুল।
পরে ওই ছাত্রী বাসায় চলে আসে। ওই ছাত্রীর পোশাককর্মী মা সন্ধ্যায় বাসায় ফিরে ঘটনাটি জানতে পারেন। পরে ছাত্রীর মায়ের করা মামলায় পুলিশ রাতে ফয়েজুলকে গ্রেপ্তার করে। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ওই ছাত্রী সপ্তাহে ছয় দিন ফয়েজুলের কাছে প্রাইভেট পড়ত। শনিবার প্রাইভেট বন্ধ ছিল। প্রাইভেট বন্ধ থাকা সত্ত্বেও ওই দিন সকালে ফয়েজুল অপরিচিত এক মেয়ের মাধ্যমে ওই ছাত্রীকে প্রাইভেট পড়তে ডেকে পাঠান। কথামতো ওই ছাত্রী অভিযুক্ত শিক্ষকের বাসায় গেলে তাকে এক গ্লাস পানি খাওয়ানো হয়। এরপর তার মাথা ঘুরতে থাকে ও চোখ ঝাপসা দেখে। এ সময় তাকে ধর্ষণ করেন অভিযুক্ত শিক্ষক।

চট্টগ্রাম নগরীতে প্রাইভেট পড়ানোর নামে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক তাঁর বাসায় ওই ছাত্রীকে নেশাদ্রব্য মেশানো পানি খাইয়ে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে।
গতকাল রোববার (৯ জুন) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শের শাহ এলাকায় হাজি মজুমদার ভিলার ভাড়া বাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল ইউনিয়নের সোনারখিল গ্রামের হামিদ আলীর ছেলে ফয়েজুল ইসলাম (৪৬)। তিনি বায়েজিদে শের শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ধর্ষণের শিকার শিক্ষার্থী একই স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রী।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা আজকের পত্রিকাকে বলেন, মেয়েটির অভিযোগ অনুযায়ী, শনিবার সকালে ওই ছাত্রী ফয়েজুলের বাসায় প্রাইভেট পড়তে গিয়েছিল। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য মেশানো পানি খাওয়ানো হয়। এরপর তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন ফয়েজুল।
পরে ওই ছাত্রী বাসায় চলে আসে। ওই ছাত্রীর পোশাককর্মী মা সন্ধ্যায় বাসায় ফিরে ঘটনাটি জানতে পারেন। পরে ছাত্রীর মায়ের করা মামলায় পুলিশ রাতে ফয়েজুলকে গ্রেপ্তার করে। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ওই ছাত্রী সপ্তাহে ছয় দিন ফয়েজুলের কাছে প্রাইভেট পড়ত। শনিবার প্রাইভেট বন্ধ ছিল। প্রাইভেট বন্ধ থাকা সত্ত্বেও ওই দিন সকালে ফয়েজুল অপরিচিত এক মেয়ের মাধ্যমে ওই ছাত্রীকে প্রাইভেট পড়তে ডেকে পাঠান। কথামতো ওই ছাত্রী অভিযুক্ত শিক্ষকের বাসায় গেলে তাকে এক গ্লাস পানি খাওয়ানো হয়। এরপর তার মাথা ঘুরতে থাকে ও চোখ ঝাপসা দেখে। এ সময় তাকে ধর্ষণ করেন অভিযুক্ত শিক্ষক।

ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন দাস (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পর বছরের প্রথম দিনেই হঠাৎ কমে গেছে। জেলায় তাপমাত্রা ফের এক অঙ্কের ঘরে নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড...
১ ঘণ্টা আগে