নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে এক প্রবাসীর স্বর্ণালংকার ছিনতাই চেষ্টাকালে জনতার হাতে আটক পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম ও সোর্স জাহেদের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রবাসী আবদুল খালেক থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার এসআই আমিনুল ইসলাম ও তাঁর সহযোগী শহীদুল ইসলাম জাহেদের ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে তাঁদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। আর তাঁর সহযোগী ও সোর্স শহীদুল ইসলাম জাহেদ নগরের বাকলিয়া থানার রাহাত্তার পুলের কেবি আমান আলী সড়কের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল রোববার সৌদিপ্রবাসী আবদুল খালেক চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। তাঁকে বহনকারী গাড়ি নগরের খুলশী থানার টাইগারপাস এলাকায় পৌঁছালে তাঁর গতি রোধ করেন এসআই আমিনুল ইসলাম। দুই সহযোগীকে নিয়ে তিনি প্রবাসী আবদুল খালেকের কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে নেন। এরপর ওই গাড়িসহ প্রবাসীকে নিয়ে নগরের কয়েকটি জায়গায় ঘোরেন। বিকেল তিনটায় আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কে নিয়ে প্রবাসীকে গাড়ি থেকে নামিয়ে দিতে চেষ্টা করেন এসআই আমিনুল ইসলাম ও তাঁর সহযোগীরা। গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় প্রবাসী আবদুল খালেক পুলিশ কর্মকর্তার কাপড় ধরে রাখেন। এতে ধস্তাধস্তি হলে সেখানে লোকজন ভিড় জমান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এসআই আমিনুল ইসলাম ও তাঁর সহযোগী শহীদুলকে আটক করে। আরেকজন পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় প্রবাসী আবদুল খালেক বাদী হয়ে নগরের খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর সিএমপি এক আদেশে এসআই আমিনুল ইসলামকে সাময়িত বরখাস্ত করে।

চট্টগ্রাম নগরীতে এক প্রবাসীর স্বর্ণালংকার ছিনতাই চেষ্টাকালে জনতার হাতে আটক পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম ও সোর্স জাহেদের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রবাসী আবদুল খালেক থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার এসআই আমিনুল ইসলাম ও তাঁর সহযোগী শহীদুল ইসলাম জাহেদের ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে তাঁদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। আর তাঁর সহযোগী ও সোর্স শহীদুল ইসলাম জাহেদ নগরের বাকলিয়া থানার রাহাত্তার পুলের কেবি আমান আলী সড়কের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল রোববার সৌদিপ্রবাসী আবদুল খালেক চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। তাঁকে বহনকারী গাড়ি নগরের খুলশী থানার টাইগারপাস এলাকায় পৌঁছালে তাঁর গতি রোধ করেন এসআই আমিনুল ইসলাম। দুই সহযোগীকে নিয়ে তিনি প্রবাসী আবদুল খালেকের কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে নেন। এরপর ওই গাড়িসহ প্রবাসীকে নিয়ে নগরের কয়েকটি জায়গায় ঘোরেন। বিকেল তিনটায় আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কে নিয়ে প্রবাসীকে গাড়ি থেকে নামিয়ে দিতে চেষ্টা করেন এসআই আমিনুল ইসলাম ও তাঁর সহযোগীরা। গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় প্রবাসী আবদুল খালেক পুলিশ কর্মকর্তার কাপড় ধরে রাখেন। এতে ধস্তাধস্তি হলে সেখানে লোকজন ভিড় জমান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এসআই আমিনুল ইসলাম ও তাঁর সহযোগী শহীদুলকে আটক করে। আরেকজন পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় প্রবাসী আবদুল খালেক বাদী হয়ে নগরের খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর সিএমপি এক আদেশে এসআই আমিনুল ইসলামকে সাময়িত বরখাস্ত করে।

মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে