Ajker Patrika

পটিয়ায় নানার বাড়িতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
পটিয়ায় নানার বাড়িতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় জঙ্গলখাইন এলাকায় নানার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজ ছাত্রী। রেশমী আক্তার (১৮) নামের ওই কলেজ ছাত্রী উপজেলার কোলাগাঁও গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে। 

জানা যায়, আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার জঙ্গলখাইন গ্রামের মৃত ইসহাকের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। ইসহাক তাঁর নানা। খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেশমী আক্তার উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নুর হোসেন ফকিরের বাড়ি এলাকায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করছিলেন। তিনি পটিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। আজ সকাল ৮টার দিকে শোয়ার ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন তাঁর ঝুলন্ত লাশ দেখে পটিয়া থানা-পুলিশকে খবর দেয়। এ সময় তাঁর নানি বাড়িতে ছিলেন না। তবে কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা কেউ বলতে পারছে না। 

পটিয়া থানার এসআই নাজমুল কবির জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত