
ফেনী জেলার পরশুরাম উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ১৪ অক্টোবর। তবে তফসিল ঘোষণার সাত দিন পরও মনোনয়ন ফরম দেওয়া শুরু করেনি উপজেলা নির্বাচন অফিস। আগ্রহী প্রার্থীরা প্রতিদিন ফরমের জন্য নির্বাচন অফিসে এসে ফিরে যাচ্ছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। আজ মঙ্গলবার নির্বাচন অফিসে এসে ফিরে গেছেন কয়েকজন আগ্রহী প্রার্থী। এর ফলে ক্ষোভ প্রকাশ করেছেন নতুন প্রার্থীরা।
পরশুরাম উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর শিশির চন্দ্র নাথ বলেন, 'এখনো বিজি প্রেস থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার পদের মনোনয়ন ফরম সরবরাহ করা হয়নি। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার থেকে ফরম বিতরণ শুরু করা হবে।'
এদিকে ১৬ অক্টোবর ফেনী জেলা আওয়ামী লীগ তাদের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ করে দলীয় মনোনয়ন দিয়ে দিয়েছে। দলীয় মনোনয়ন পাওয়া কয়েকজন প্রার্থী জানান, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখের আগে ২২, ২৩, ২৯ ও ৩০ অক্টোবর মোট চার দিন ব্যাংক বন্ধ থাকবে। কার্যদিবস পাওয়া যাবে মাত্র সাত দিন। আর এতে চরম ভোগান্তি পোহাতে হবে বলে ধারণা করছেন প্রার্থীরা।
প্রার্থীদের অনেকেই অভিযোগ করে বলেন, এই মাসে বেশ কয়েক দিন ব্যাংক বন্ধ থাকবে। চেয়ারম্যান ও মেম্বার পদে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করা, আয়-ব্যয় হিসাবের ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ভোটার তালিকার সিডি বাবদ টাকা জমা দিয়ে চালান ফরম সংগ্রহ করা কঠিন হয়ে যাবে।
এ বিষয়ে পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, 'আগামী বৃহস্পতিবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।'

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৫ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩০ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে