উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্ত এলাকায় নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৭টার পর মর্টার শেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে পালংখালী এলাকা। দুপুর পর্যন্ত থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী। তিনি বলেন, ‘ঘুমধুম সীমান্তের পর এবার নতুন করে আমার ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে মিয়ানমারের ওপারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।’
নাফ নদী ঘেঁষা সীমান্তের এই অংশে ওপার থেকে গত ১৬ সেপ্টেম্বর রাতে প্রথম গুলির শব্দ শোনা যায়। প্রথমে কিছুটা স্বাভাবিক থাকলেও গতকাল (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর আজ সকালের শুরু থেকেই সেখানে গুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানান স্থানীয়রা।
পালংখালী আঞ্জুমানপাড়া সীমান্তের বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘গণমাধ্যমে বেশ কদিন ধরেই খবর পাচ্ছি সীমান্তে গোলাগুলি চলছে। আজ সকালে আমাদের আঞ্জুমান সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের এলাকার মানুষের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।’
তবে এ বিষয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত জুলাই থেকে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির মধ্যে চলা সংঘাতে অস্থির হয়ে উঠেছে রাখাইন রাজ্য। সংঘাতের পরিপ্রেক্ষিতে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে, তিন দফায় মিয়ানমার থেকে মর্টার শেল নিক্ষেপিত হয়েছে উখিয়ার পার্শ্ববর্তী বান্দরবানের ঘুমধুমে।

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্ত এলাকায় নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৭টার পর মর্টার শেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে পালংখালী এলাকা। দুপুর পর্যন্ত থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী। তিনি বলেন, ‘ঘুমধুম সীমান্তের পর এবার নতুন করে আমার ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে মিয়ানমারের ওপারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।’
নাফ নদী ঘেঁষা সীমান্তের এই অংশে ওপার থেকে গত ১৬ সেপ্টেম্বর রাতে প্রথম গুলির শব্দ শোনা যায়। প্রথমে কিছুটা স্বাভাবিক থাকলেও গতকাল (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর আজ সকালের শুরু থেকেই সেখানে গুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানান স্থানীয়রা।
পালংখালী আঞ্জুমানপাড়া সীমান্তের বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘গণমাধ্যমে বেশ কদিন ধরেই খবর পাচ্ছি সীমান্তে গোলাগুলি চলছে। আজ সকালে আমাদের আঞ্জুমান সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের এলাকার মানুষের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।’
তবে এ বিষয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত জুলাই থেকে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির মধ্যে চলা সংঘাতে অস্থির হয়ে উঠেছে রাখাইন রাজ্য। সংঘাতের পরিপ্রেক্ষিতে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে, তিন দফায় মিয়ানমার থেকে মর্টার শেল নিক্ষেপিত হয়েছে উখিয়ার পার্শ্ববর্তী বান্দরবানের ঘুমধুমে।

শাহেদের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয় শাহেদ। রাতে বাড়ি ফেরায় অনেক খোঁজাখুঁজির পর রাতে রাঙ্গুনিয়া মডেল থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ মঙ্গলবার ভোরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানা-পুলিশ গলাকাটা অবস্থায় শাহেদের লাশ উদ্ধার
২১ মিনিট আগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পঞ্চম শ্রেণি পড়ুয়া ভাতিজিকে হত্যার কথা স্বীকার করেছেন এক ব্যক্তি। গতকাল সোমবার বিকেলে আদালতের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি জানিয়েছেন, শিশুটির বাবার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।
২৮ মিনিট আগে
ফেনীতে ভাশুরকে ফাঁসাতে মিথ্যা ‘ধর্ষণ’ মামলা করার দায়ে এক নারী ও তাঁর স্বামীকে সাড়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩৯ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
১ ঘণ্টা আগে