ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চাপরতলা ইউনিয়নে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. মনছুর আলী ভূঁইয়ার সভাপতিত্বে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এ সময়ে অর্ধ শতাধিক মা, কিশোর-কিশোরী ও স্থানীয় লোকজন মিলে প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল সংযুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম।
এই অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুলাহ আল বুখারীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের উপপরিচালক জাকিয়া আখতার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মতিউর রহমান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়াসহ অনেকে।
উপস্থিত বক্তারা পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্যসেবা, নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসবসেবা, প্রসবপূর্ব ও পরবর্তী সেবা, বয়ঃসন্ধিকালীন পরিচর্যা, বাল্যবিয়ের কুফল, যৌতুক, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণের প্রয়োজনীয়তা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা করেন।
সমাবেশে উপস্থিত কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন এবং মায়েদের মাঝে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন ও ফলিক অ্যাসিডসহ প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হয়।
সমাবেশে উপস্থিত অন্তঃসত্ত্বা আসমা আক্তার (২৪) বলেন, 'এই রকম পরামর্শ খুব দরকার। আমার আর পেটের বাচ্চার দুজনের লাইগাই ভালা।'
সেবা নিতে আসা আরেকজন কাকলি সরকার (১৬) বলেন, 'আজকের এই সমাবেশের মাধ্যমে অনেক কিছুই জানলাম। এতে বয়ঃসন্ধিকালীন অনেক অহেতুক ভয় কেটে গেছে।'

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
২ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৫ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২০ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৬ মিনিট আগে