নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অসুস্থ হয়ে পড়া বাংলাদেশি এক যাত্রী নিয়ে থাই এয়ারওয়েজের একটি বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানটি ব্যাংকক থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, থাই এয়ারওয়েজের ফ্লাইট THA 339 এর এয়ারক্রাফট মো. সাজ্জাদ নামের এক যাত্রীর আকাশপথে ভ্রমণকালে হার্ট অ্যাটাক হয়েছিল। এ সময় বিমানের পক্ষ থেকে ওই যাত্রীর জরুরি চিকিৎসার ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা বলা হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাতে বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে বিমানবন্দরের দায়িত্বে থাকা চিকিৎসক থাই বিমানটিতে প্রবেশ করেন। এ সময় চিকিৎসক রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন। তিনি বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন যে, ইসিজি ছাড়া তাঁকে মৃত ঘোষণা করা সম্ভব নয়। সে ক্ষেত্রে তিনি রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে জানায়। পরে বিমানটি রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিমানবন্দর সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার থেকে রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয় যে, থাই এয়ারওয়েজের ব্যাংকক-ঢাকা ফ্লাইট THA 339-এর এয়ারক্রাফটে একজন যাত্রীর অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট অ্যাটাক করে। এ কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে এবং বিমানটির ক্যাপ্টেন কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চান।

অসুস্থ হয়ে পড়া বাংলাদেশি এক যাত্রী নিয়ে থাই এয়ারওয়েজের একটি বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানটি ব্যাংকক থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, থাই এয়ারওয়েজের ফ্লাইট THA 339 এর এয়ারক্রাফট মো. সাজ্জাদ নামের এক যাত্রীর আকাশপথে ভ্রমণকালে হার্ট অ্যাটাক হয়েছিল। এ সময় বিমানের পক্ষ থেকে ওই যাত্রীর জরুরি চিকিৎসার ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা বলা হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাতে বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে বিমানবন্দরের দায়িত্বে থাকা চিকিৎসক থাই বিমানটিতে প্রবেশ করেন। এ সময় চিকিৎসক রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন। তিনি বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন যে, ইসিজি ছাড়া তাঁকে মৃত ঘোষণা করা সম্ভব নয়। সে ক্ষেত্রে তিনি রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে জানায়। পরে বিমানটি রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিমানবন্দর সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার থেকে রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয় যে, থাই এয়ারওয়েজের ব্যাংকক-ঢাকা ফ্লাইট THA 339-এর এয়ারক্রাফটে একজন যাত্রীর অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট অ্যাটাক করে। এ কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে এবং বিমানটির ক্যাপ্টেন কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চান।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে