নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অসুস্থ হয়ে পড়া বাংলাদেশি এক যাত্রী নিয়ে থাই এয়ারওয়েজের একটি বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানটি ব্যাংকক থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, থাই এয়ারওয়েজের ফ্লাইট THA 339 এর এয়ারক্রাফট মো. সাজ্জাদ নামের এক যাত্রীর আকাশপথে ভ্রমণকালে হার্ট অ্যাটাক হয়েছিল। এ সময় বিমানের পক্ষ থেকে ওই যাত্রীর জরুরি চিকিৎসার ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা বলা হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাতে বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে বিমানবন্দরের দায়িত্বে থাকা চিকিৎসক থাই বিমানটিতে প্রবেশ করেন। এ সময় চিকিৎসক রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন। তিনি বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন যে, ইসিজি ছাড়া তাঁকে মৃত ঘোষণা করা সম্ভব নয়। সে ক্ষেত্রে তিনি রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে জানায়। পরে বিমানটি রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিমানবন্দর সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার থেকে রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয় যে, থাই এয়ারওয়েজের ব্যাংকক-ঢাকা ফ্লাইট THA 339-এর এয়ারক্রাফটে একজন যাত্রীর অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট অ্যাটাক করে। এ কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে এবং বিমানটির ক্যাপ্টেন কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চান।
অসুস্থ হয়ে পড়া বাংলাদেশি এক যাত্রী নিয়ে থাই এয়ারওয়েজের একটি বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানটি ব্যাংকক থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, থাই এয়ারওয়েজের ফ্লাইট THA 339 এর এয়ারক্রাফট মো. সাজ্জাদ নামের এক যাত্রীর আকাশপথে ভ্রমণকালে হার্ট অ্যাটাক হয়েছিল। এ সময় বিমানের পক্ষ থেকে ওই যাত্রীর জরুরি চিকিৎসার ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা বলা হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাতে বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে বিমানবন্দরের দায়িত্বে থাকা চিকিৎসক থাই বিমানটিতে প্রবেশ করেন। এ সময় চিকিৎসক রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন। তিনি বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন যে, ইসিজি ছাড়া তাঁকে মৃত ঘোষণা করা সম্ভব নয়। সে ক্ষেত্রে তিনি রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে জানায়। পরে বিমানটি রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিমানবন্দর সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার থেকে রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয় যে, থাই এয়ারওয়েজের ব্যাংকক-ঢাকা ফ্লাইট THA 339-এর এয়ারক্রাফটে একজন যাত্রীর অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট অ্যাটাক করে। এ কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে এবং বিমানটির ক্যাপ্টেন কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চান।
কাগজে-কলমে মাদ্রাসায় শিক্ষার্থী আছে, কিন্তু বাস্তবে নেই। অধিকাংশ মাদ্রাসার কোনো স্থাপনা নেই। অভিযোগ রয়েছে নামসর্বস্ব এসব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার পর থেকে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় দালালেরা মাদ্রাসাপ্রতি ১০ লাখ টাকা আদায় করছে।
২৪ মিনিট আগেসারা দেশে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ২০টা মৎস্য অবতরণ কেন্দ্র বা ইউনিট রয়েছে। এর মধ্যে নানা জটিলতায় ৫টির কার্যক্রম বন্ধ রয়েছে। ৯টি চলছে টেনেটুনে। ভালোভাবে চলছে মাত্র ৬টি অবতরণ কেন্দ্র।
১ ঘণ্টা আগেবাঙালি মোটিফ, ভিন্ন ধরনের নকশা, ব্যতিক্রমী কাপড় আর সাশ্রয়ী দামে আজিজ সুপার মার্কেটের কাপড়ের ব্র্যান্ডগুলো হয়ে উঠেছিল বেশ পরিচিত। ঈদ, বৈশাখ, বর্ষা, বসন্ত উৎসবকেন্দ্রিক নির্দিষ্ট নকশা করা কাপড়ের খোঁজে এসব ব্র্যান্ডে ক্রেতাদের ভিড় দেখা যেত। কিন্তু এবার ঈদকেন্দ্রিক ক্রেতাদের সেই আগ্রহ খুব একটা নেই।
২ ঘণ্টা আগেনানা পদের বাহারি ইফতারসামগ্রীর জন্য সিলেট অঞ্চলের বিশেষ পরিচিতি রয়েছে। আর তারই দুই অপরিহার্য অনুষঙ্গ পাতলা খিচুড়ি ও আখনি। সারা দিন রোজা রাখার পর ইফতারে সিলেটিদের এ দুটি খাবারের অন্তত একটি চাই-ই চাই।
২ ঘণ্টা আগে