Ajker Patrika

অসুস্থ যাত্রী নিয়ে থাই বিমানের চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে পড়া বাংলাদেশি এক যাত্রী নিয়ে থাই এয়ারওয়েজের একটি বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানটি ব্যাংকক থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, থাই এয়ারওয়েজের ফ্লাইট THA 339 এর এয়ারক্রাফট মো. সাজ্জাদ নামের এক যাত্রীর আকাশপথে ভ্রমণকালে হার্ট অ্যাটাক হয়েছিল। এ সময় বিমানের পক্ষ থেকে ওই যাত্রীর জরুরি চিকিৎসার ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা বলা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাতে বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে বিমানবন্দরের দায়িত্বে থাকা চিকিৎসক থাই বিমানটিতে প্রবেশ করেন। এ সময় চিকিৎসক রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন। তিনি বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন যে, ইসিজি ছাড়া তাঁকে মৃত ঘোষণা করা সম্ভব নয়। সে ক্ষেত্রে তিনি রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে জানায়। পরে বিমানটি রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিমানবন্দর সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার থেকে রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয় যে, থাই এয়ারওয়েজের ব্যাংকক-ঢাকা ফ্লাইট THA 339-এর এয়ারক্রাফটে একজন যাত্রীর অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট অ্যাটাক করে। এ কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে এবং বিমানটির ক্যাপ্টেন কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত