রাঙামাটি প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার রেংয়েন ম্রোপাড়ায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন হয়েছে।
আজ শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ম্রোদের উচ্ছেদ করে রাবারবাগান করতে চাচ্ছে লামা রাবার ইন্ডাস্ট্রি লিমিটেড। দীর্ঘদিন রাবার কোম্পানির লোকজন ম্রোদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে বান্দরবান জেলা প্রশাসন ও লামা উপজেলা প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ অবস্থায় রাবার কোম্পানির লোকজন সর্বশেষ ম্রোদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সোনারিতা চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা।
গত রোববার রাতের হামলায় ম্রোদের রেংয়েন ম্রোপাড়ার তিনটি ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। আরও তিনটি ঘর সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। পাড়ার অন্য দুটি ঘরে ভাঙচুর এবং ঘরের জিনিসপত্র তছনছ করে ফেলা হয়। এর সঙ্গে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন পাড়াবাসী।
উল্লেখ্য, ২০২২ সালের মার্চ থেকে লামা সরই ইউনিয়নে লাংকম ম্রোপাড়া, জয়চন্দ্র ত্রিপুরাপাড়া ও রেংয়েন ম্রোপাড়া মিলে ৩৬টি পরিবারের সঙ্গে ৪০০ একর ভূমি নিয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির বিরোধ চলে আসছে।

বান্দরবানের লামা উপজেলার রেংয়েন ম্রোপাড়ায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন হয়েছে।
আজ শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ম্রোদের উচ্ছেদ করে রাবারবাগান করতে চাচ্ছে লামা রাবার ইন্ডাস্ট্রি লিমিটেড। দীর্ঘদিন রাবার কোম্পানির লোকজন ম্রোদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে বান্দরবান জেলা প্রশাসন ও লামা উপজেলা প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ অবস্থায় রাবার কোম্পানির লোকজন সর্বশেষ ম্রোদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সোনারিতা চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা।
গত রোববার রাতের হামলায় ম্রোদের রেংয়েন ম্রোপাড়ার তিনটি ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। আরও তিনটি ঘর সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। পাড়ার অন্য দুটি ঘরে ভাঙচুর এবং ঘরের জিনিসপত্র তছনছ করে ফেলা হয়। এর সঙ্গে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন পাড়াবাসী।
উল্লেখ্য, ২০২২ সালের মার্চ থেকে লামা সরই ইউনিয়নে লাংকম ম্রোপাড়া, জয়চন্দ্র ত্রিপুরাপাড়া ও রেংয়েন ম্রোপাড়া মিলে ৩৬টি পরিবারের সঙ্গে ৪০০ একর ভূমি নিয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির বিরোধ চলে আসছে।

সিলেটবাসী এবং ভ্রমণে আসা পর্যটকদের যোগাযোগের অন্যতম মাধ্যম রেলপথ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রেলযাত্রা হয়ে উঠছে বিরক্তির ও ভোগান্তির। টিকিট-সংকট, জরাজীর্ণ অবকাঠামো, ইঞ্জিনের ত্রুটি ও সংকটের কারণে নিয়মিতই ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হচ্ছে।
১ মিনিট আগে
খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে