লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
আহতরা হলেেন—সুমন হোসেন (৩৫), মো. তৌহিদ (৫২), মো. সেলিম (৪০), নুর মোহাম্মদ (৫৫) ও মাইন উদ্দিন (৫০)। আহত অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। বুধবার রাত ৯টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদমারা গ্রামের সর্দার স্টেশন নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মাইনুদ্দিন তার সমর্থকদের নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা বের করেন। সে সময় প্রার্থী আবদুর রবের এক সমর্থকের মধ্যে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে দুই দলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি, পাল্টাপাল্টি ধাওয়া, একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় রামদা ও লাঠির আঘাতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন। এ বিষয়ে এখন পর্যন্ত দুই পক্ষের কেউ কোনো অভিযোগ কিংবা কোনো ধরনের মামলা করেননি। কেউ কোনো অভিযোগ অথবা মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য পদপ্রার্থী আবদুর রব সাংবাদিকদের বলেন, ‘মাইনুদ্দিনের লোকেরা তুচ্ছ ঘটনায় আমার সমর্থকদের ওপর হামলা করেছে। নির্বাচনে তিনি আমার সমর্থকদের বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছেন। আমার কয়েকজন লোক হাসপাতালে ভর্তি আছে।’
অপর ইউপি সদস্য পদপ্রার্থী মাইনুদ্দিন বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় তারা আমার সমর্থকদের মারধর করেছে। তাই জনসাধারণ ক্ষুব্ধ হয়ে জড়ো হয়েছিল। তারা সেখানেও হামলা করেছে। আমার সমর্থকদের মধ্যে যারা আহত হয়েছে, তাদের রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
আহতরা হলেেন—সুমন হোসেন (৩৫), মো. তৌহিদ (৫২), মো. সেলিম (৪০), নুর মোহাম্মদ (৫৫) ও মাইন উদ্দিন (৫০)। আহত অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। বুধবার রাত ৯টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদমারা গ্রামের সর্দার স্টেশন নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মাইনুদ্দিন তার সমর্থকদের নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা বের করেন। সে সময় প্রার্থী আবদুর রবের এক সমর্থকের মধ্যে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে দুই দলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি, পাল্টাপাল্টি ধাওয়া, একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় রামদা ও লাঠির আঘাতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন। এ বিষয়ে এখন পর্যন্ত দুই পক্ষের কেউ কোনো অভিযোগ কিংবা কোনো ধরনের মামলা করেননি। কেউ কোনো অভিযোগ অথবা মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য পদপ্রার্থী আবদুর রব সাংবাদিকদের বলেন, ‘মাইনুদ্দিনের লোকেরা তুচ্ছ ঘটনায় আমার সমর্থকদের ওপর হামলা করেছে। নির্বাচনে তিনি আমার সমর্থকদের বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছেন। আমার কয়েকজন লোক হাসপাতালে ভর্তি আছে।’
অপর ইউপি সদস্য পদপ্রার্থী মাইনুদ্দিন বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় তারা আমার সমর্থকদের মারধর করেছে। তাই জনসাধারণ ক্ষুব্ধ হয়ে জড়ো হয়েছিল। তারা সেখানেও হামলা করেছে। আমার সমর্থকদের মধ্যে যারা আহত হয়েছে, তাদের রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে