Ajker Patrika

ট্রাকের ধাক্কায় স্কুটি আরোহী কলেজছাত্রীসহ ২ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ট্রাকের ধাক্কায় স্কুটি আরোহী কলেজছাত্রীসহ ২ জনের মৃত্যু 

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় স্কুটি বাইক আরোহী কলেজছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নগরীর পাহাড়তলী এলাকার হাক্কানি পেট্রল পাম্পের কাছে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-নগরীর আকবরশাহ থানার বিশ্ব কলোনির মৃত ইয়াছিন বাবুলের মেয়ে ও আইন কলেজের ছাত্রী শারমিন আক্তার (২২) এবং তার বন্ধু ও একই এলাকার জামাল উল্লাহর ছেলে মেহেদী হাসান আরিফ (২৮)। 

ঘটনার প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, ভিকটিম মেহেদী হাসান আরিফ স্কুটি বাইক চালাচ্ছিলেন। শারমিন পেছনে বসা ছিলেন। হাক্কানি পেট্রল পাম্প ফেলে ছোট ব্রিজের ওপর তাদের বাইক ওঠার পর পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি ট্রাক। মুহূর্তের মধ্যে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। আমি ও মহিউদ্দিন নামে আরও এক পথচারী মিলে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।’ দুর্ঘটনার পর দুজনের প্রচুর রক্তক্ষরণ হয় বলেও জানান তিনি। 

নিহত শারমিনের ভাই মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন চট্টগ্রাম আইন কলেজের এলএলবি দ্বিতীয় বর্ষের ছাত্রী। আরিফ ভাই আমাদের প্রতিবেশী এবং তার বন্ধু। দুজন বাসা থেকে বেরিয়ে একটি কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে আমরা চমেক হাসপাতালে আসি।’ 

এ বিষয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত