সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের পাঁচ দিন পর গুলিয়াখালী সমুদ্রসৈকতে ভেসে আসা নির্মল দাস (৪৮) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্রসৈকত–সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নির্মল সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির ইন্দ্র দাস বাড়ির রাজেন্দ্র দাসের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।
নির্মল দাসের বড় ভাই পরিমল দাস জানান, ১ মে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তাঁর ভাই। একপর্যায়ে ভাইকে খোঁজাখুজি শুরু করলে স্থানীয় লোকজন নির্মলকে বঙ্গোপসাগরে গোসল করতে দেখেছিলেন বলে জানান। পরে সাগরতীরে খোঁজ করলেও তাঁর কোনো হদিস মেলেনি। পরিমল দাস আরও জানান, নির্মলের খোঁজ পেতে গতকাল রোববার বিকেলে সীতাকুণ্ড থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। আজ সকালে গুলিয়াখালী সমুদ্রসৈকত–সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তাঁরা সেখানে ছুটে যান। তাঁরা মরদেহটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন।
কুমিরা নৌ পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ওয়ালি উদ্দিন আকবর বলেন, গুলিয়াখালী সাগর উপকূল থেকে উদ্ধার করা জেলের মরদেহটি তাঁর স্বজনেরা শনাক্ত করেছেন। বঙ্গোপসাগরে গোসলের সময় অসাবধানতাবশত ওই জেলে জোয়ারে ভেসে যান। তিনি মানসিক ভারসাম্যহীন ও নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের পাঁচ দিন পর গুলিয়াখালী সমুদ্রসৈকতে ভেসে আসা নির্মল দাস (৪৮) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্রসৈকত–সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নির্মল সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির ইন্দ্র দাস বাড়ির রাজেন্দ্র দাসের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।
নির্মল দাসের বড় ভাই পরিমল দাস জানান, ১ মে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তাঁর ভাই। একপর্যায়ে ভাইকে খোঁজাখুজি শুরু করলে স্থানীয় লোকজন নির্মলকে বঙ্গোপসাগরে গোসল করতে দেখেছিলেন বলে জানান। পরে সাগরতীরে খোঁজ করলেও তাঁর কোনো হদিস মেলেনি। পরিমল দাস আরও জানান, নির্মলের খোঁজ পেতে গতকাল রোববার বিকেলে সীতাকুণ্ড থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। আজ সকালে গুলিয়াখালী সমুদ্রসৈকত–সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তাঁরা সেখানে ছুটে যান। তাঁরা মরদেহটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন।
কুমিরা নৌ পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ওয়ালি উদ্দিন আকবর বলেন, গুলিয়াখালী সাগর উপকূল থেকে উদ্ধার করা জেলের মরদেহটি তাঁর স্বজনেরা শনাক্ত করেছেন। বঙ্গোপসাগরে গোসলের সময় অসাবধানতাবশত ওই জেলে জোয়ারে ভেসে যান। তিনি মানসিক ভারসাম্যহীন ও নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১২ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১৮ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
২৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৩৮ মিনিট আগে