Ajker Patrika

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারীদের গুলিতে হেড মাঝি গুলিবিদ্ধ

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৪
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারীদের গুলিতে হেড মাঝি গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে মুখোশধারীদের গুলিতে ক্যাম্পের মো. আব্দুর রহিম নামের এক হেড মাঝি (নেতা) গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১ ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রহিম ময়নারঘোনা ১২ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা কমিউনিটি নেতা (হেড মাঝি)।

ওসি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মুখোশ পরা একদল অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে হেড মাঝি মো. আব্দুর রহিম গুলিবিদ্ধ হন।

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, হেড মাঝি রহিমের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর ৮ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আমির জাফরসহ অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

কুমিল্লা-৪: শত চেষ্টার পরও ঋণখেলাপির জালেই আটকে গেলেন বিএনপির মঞ্জুরুল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত