চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে সাত বছরের শিশু তাহসিন তারান্নুম ওসমার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১টার দিকে চকরিয়া পৌরসভার হালকাকারা মৌলভীরচরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওসমা ওই এলাকার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ ওসমানের মেয়ে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার মৌলভীরচর গ্রামের একটি বাড়িতে তিন ভাই মোহাম্মদ বাহাদুর মিস্ত্রি, মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ মিজানের পরিবার আলাদা কক্ষে থাকত। গতকাল শনিবার রাত ১টার দিকে বাহাদুর মিস্ত্রির বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ি থেকে সবাই বের হয়ে যায়। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তাহসিন তারান্নুম ওসমার মৃত্যু হয়।
শিশুটির মা শাহিনা আক্তার বলেন, ঘরে আগুন লাগার পর তাঁর ১০ আর ২ বছরের দুই ছেলেকে নিয়ে তিনি দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তাঁর একমাত্র মেয়ে চাচির সঙ্গে ঘুমিয়ে ছিল। কিন্তু সবাই দ্রুত বেরিয়ে এলেও তাঁর ঘুমন্ত মেয়ে ঘরে রয়ে গিয়েছিল। যখন বিষয়টি জানাজানি হয়, ততক্ষণে তাকে আর বের করার উপায় ছিল না।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমিশনার সাইফুল ইসলাম বলেন, খরব পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে বাঁশের চাটাইয়ের বেড়া হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুঃখজনকভাবে শিশুটিও পুড়ে মারা যায়।
আগুন লাগার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে পুড়ে যাওয়া বাড়িটিতে তিন ভাই বাস করতেন। তাঁদের বসতঘর ও একটি শিশু পুড়ে মারা গেছে। শিশুটিকে আরেকটি শয়নকক্ষে পাওয়া গেছে। ময়নাতদন্ত করতে শিশুর লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

কক্সবাজারের চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে সাত বছরের শিশু তাহসিন তারান্নুম ওসমার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১টার দিকে চকরিয়া পৌরসভার হালকাকারা মৌলভীরচরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওসমা ওই এলাকার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ ওসমানের মেয়ে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার মৌলভীরচর গ্রামের একটি বাড়িতে তিন ভাই মোহাম্মদ বাহাদুর মিস্ত্রি, মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ মিজানের পরিবার আলাদা কক্ষে থাকত। গতকাল শনিবার রাত ১টার দিকে বাহাদুর মিস্ত্রির বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ি থেকে সবাই বের হয়ে যায়। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তাহসিন তারান্নুম ওসমার মৃত্যু হয়।
শিশুটির মা শাহিনা আক্তার বলেন, ঘরে আগুন লাগার পর তাঁর ১০ আর ২ বছরের দুই ছেলেকে নিয়ে তিনি দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তাঁর একমাত্র মেয়ে চাচির সঙ্গে ঘুমিয়ে ছিল। কিন্তু সবাই দ্রুত বেরিয়ে এলেও তাঁর ঘুমন্ত মেয়ে ঘরে রয়ে গিয়েছিল। যখন বিষয়টি জানাজানি হয়, ততক্ষণে তাকে আর বের করার উপায় ছিল না।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমিশনার সাইফুল ইসলাম বলেন, খরব পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে বাঁশের চাটাইয়ের বেড়া হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুঃখজনকভাবে শিশুটিও পুড়ে মারা যায়।
আগুন লাগার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে পুড়ে যাওয়া বাড়িটিতে তিন ভাই বাস করতেন। তাঁদের বসতঘর ও একটি শিশু পুড়ে মারা গেছে। শিশুটিকে আরেকটি শয়নকক্ষে পাওয়া গেছে। ময়নাতদন্ত করতে শিশুর লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৬ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১৭ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২০ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে