কক্সবাজার প্রতিনিধি

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১০ দিন সাগরে ভাসার পর ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ বুধবার দুপুরে কক্সবাজার সমুদ্র উপকূলের ১০ নটিক্যাল মাইল দূর থেকে জেলেসহ মাছ ধরার ট্রলারটি উদ্ধার করা হয়। কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এ তথ্য জানিয়েছেন।
উদ্ধার হওয়া ২১ জেলে ভোলা জেলার মনপুরা এলাকার বাসিন্দা। তাঁরা একই এলাকার এফভি জুনায়েদ নামক ট্রলারের জেলে।
জেলেদের বরাত দিয়ে লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বলেন, গত ১৬ মে ভোলার মনপুরা থেকে ২১ জেলে নিয়ে এফভি জুনায়েদ সাগরে মাছ ধরতে নামে। গত ২০ মে গভীর সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রলারটি সাগরে ভাসতে থাকে। মাছ ধরায় সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় তাঁরা অন্য ট্রলারের সহযোগিতাও নিতে পারেনি। এভাবে ১০ দিন সাগরে ভাসার পর গতকাল মঙ্গলবার বিকেলে ট্রলারটি কক্সবাজার সমুদ্র উপকূলের ১০ নটিক্যাল মাইল এলাকায় পৌঁছালে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। তখন ভাসমান অবস্থায় থাকা জেলেরা বিপদের কথা ট্রলার মালিককে ফোনে অবহিত করেন।
কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ট্রলারটির মালিক দুর্ঘটনা কবলিত জেলেদের সাগরে ভাসমান থাকার বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে অবহিত করেন। তবে সাগরে ট্রলারটির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি। খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর আলাদা দল ট্রলারে থাকা জেলেদের উদ্ধার অভিযান শুরু করে।
লে. কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বলেন, আজ বুধবার দুপুরে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ‘সবুজ বাংলা’ দুর্ঘটনা কবলিত ট্রলারটি গভীর সাগরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে ট্রলারটিতে থাকা জেলেদের উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। বিকেল সোয়া ৫টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে উদ্ধার হওয়া জেলেদের ফিরিয়ে আনা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের স্ব-স্ব বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এইচ এম লুৎফুল লাহিল মাজিদ।
জেলেরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার পর এফভি জুনায়েদে করে তাঁরা ৫ দিনের জন্য জ্বালানি ও খাদ্যসহ সাগরে মাছ ধরতে যান। কিন্তু যাত্রার ৪ দিনের মাথায় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১০ দিন সাগরে ভাসার পর ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ বুধবার দুপুরে কক্সবাজার সমুদ্র উপকূলের ১০ নটিক্যাল মাইল দূর থেকে জেলেসহ মাছ ধরার ট্রলারটি উদ্ধার করা হয়। কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এ তথ্য জানিয়েছেন।
উদ্ধার হওয়া ২১ জেলে ভোলা জেলার মনপুরা এলাকার বাসিন্দা। তাঁরা একই এলাকার এফভি জুনায়েদ নামক ট্রলারের জেলে।
জেলেদের বরাত দিয়ে লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বলেন, গত ১৬ মে ভোলার মনপুরা থেকে ২১ জেলে নিয়ে এফভি জুনায়েদ সাগরে মাছ ধরতে নামে। গত ২০ মে গভীর সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রলারটি সাগরে ভাসতে থাকে। মাছ ধরায় সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় তাঁরা অন্য ট্রলারের সহযোগিতাও নিতে পারেনি। এভাবে ১০ দিন সাগরে ভাসার পর গতকাল মঙ্গলবার বিকেলে ট্রলারটি কক্সবাজার সমুদ্র উপকূলের ১০ নটিক্যাল মাইল এলাকায় পৌঁছালে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। তখন ভাসমান অবস্থায় থাকা জেলেরা বিপদের কথা ট্রলার মালিককে ফোনে অবহিত করেন।
কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ট্রলারটির মালিক দুর্ঘটনা কবলিত জেলেদের সাগরে ভাসমান থাকার বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে অবহিত করেন। তবে সাগরে ট্রলারটির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি। খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর আলাদা দল ট্রলারে থাকা জেলেদের উদ্ধার অভিযান শুরু করে।
লে. কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বলেন, আজ বুধবার দুপুরে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ‘সবুজ বাংলা’ দুর্ঘটনা কবলিত ট্রলারটি গভীর সাগরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে ট্রলারটিতে থাকা জেলেদের উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। বিকেল সোয়া ৫টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে উদ্ধার হওয়া জেলেদের ফিরিয়ে আনা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের স্ব-স্ব বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এইচ এম লুৎফুল লাহিল মাজিদ।
জেলেরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার পর এফভি জুনায়েদে করে তাঁরা ৫ দিনের জন্য জ্বালানি ও খাদ্যসহ সাগরে মাছ ধরতে যান। কিন্তু যাত্রার ৪ দিনের মাথায় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে