
কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে আনা হয়েছে ৫০৬ জন রোহিঙ্গাকে। এদের সঙ্গে বিভিন্ন ক্যাম্প থেকে পুনরায় ভাসানচর এসেছেন আরও ৪০৬ জন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা ভাসানচর এসে পৌঁছায়। এর আগে সকাল ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রামের ফতেঙ্গা থেকে জাহাজ বানৌজা টুনা, বানৌজা তিমি ও বানৌজা ডলফিন ভাসানচরের উদ্দেশ্যে মোট ৯১২ জন রোহিঙ্গা নিয়ে রওনা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের চট্টগ্রামে আনা হয়। পরে সকাল পৌনে ৮টার দিকে নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের তিনটি জাহাজে তোলা হয়।
যার মধ্যে বানৌজা টুনাতে ১১৫ জন পুরুষ, ৮২ জন নারী, ১০৫ শিশু, বানৌজা তিমিতে ৭৭ জন পুরুষ, ৮৬ জন নারী, ১৩৭ শিশু এবং বানৌজা ডলফিনে ৮৯ জন পুরুষ, ৯৫ জন নারী ও ১২৬ জন শিশু রোহিঙ্গা ছিল। এ ছাড়া তিনটি জাহাজে ৬টি মেডিকেল টিম, ২ জন মেডিকেল অফিসার, ৩ জন এনএসআই ও ১৪ জন রেডক্রিসেন্ট সদস্য ছিলেন
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, এ ধাপে নতুন করে আরও ৫০৬ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রোহিঙ্গাকে ভাসানচর আনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় ভাসানচর ক্যাম্প থেকে বেড়াতে যাওয়ায় আরও ৪০৬ জন রোহিঙ্গা নতুনদের সঙ্গে ভাসানচর ফিরে এসেছেন।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্যমতে, এর আগে মোট ২৩ দফায় ৩৩ হাজার ৫২৭ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া শুরু হয়।
সরকার নোয়াখালীর ভাসানচরে এক লাখ রোহিঙ্গা বসবাসের জন্য আবাসন তৈরি করেছে। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা আশ্রয়শিবিরে সাড়ে ১২ লাখ রোহিঙ্গা বাস করছে। এর মধ্যে ৮ লাখেরও বেশি রোহিঙ্গা ২০১৭ সালের ২৫ আগস্টের পরে কয়েক মাসের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। কিন্তু ৭ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমার কর্তৃপক্ষ ফেরত নিয়ে যায়নি।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে