কুবি প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য দ্বিতীয় হল উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ‘শেখ হাসিনা’ হল উদ্বোধন করেন।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়টির মোট পাঁচটি হল চালু হলো। তিনটি ছেলেদের এবং দুটি মেয়েদের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘২০১৪ সালের এই প্রকল্প অনেক বাধা বিপত্তির পর আজ উদ্বোধন হচ্ছে। এতে যাদের অবদান রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই হলের কাজ যথাসময়ে শেষ না হওয়ায় আমরা ঠিকাদার প্রতিষ্ঠান ডেকে এনে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছি। এরপর থেকে আমরা সব সময় তাঁদের খোঁজ-খবর নিয়ে ছাত্রীদের সুবিধার্থে কাজ দ্রুত শেষ করেছি।’
উপাচার্য আরও বলেন, ‘এই হলটিকে অন্যান্য হলগুলো অনুসরণ করবে। তোমরা যেটা দাবি বলে মনে করো আমরা সেটাকে তোমাদের প্রয়োজন মনে করি। আর সেই হিসেবেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও পড়ালেখার মান উন্নয়ন করা। এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে।’
এ সময় উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক ভালো গবেষণা প্রকাশ করেছেন তাঁদের কয়েকজনের নাম উল্লেখ করে প্রশংসা করেন এবং সবাইকে গবেষণার প্রতি উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
এ সময় উপ-উপাচার্য ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি বড় প্রাপ্তি। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার নামে একটি হল করতে পারেনি, সেটা করে দেখিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
ড. মোহাম্মদ হুমায়ুন আরও বলেন, ‘আমরা ক্লাসে শুধু থিওরি পড়াই। আর সেই থিউরির প্রয়োগ হয় আবাসিক হল গুলোতে। এখানেই শিক্ষার্থীরা ক্লাসরুমের থিউরির প্র্যাকটিক্যাল প্রয়োগ করে।’
এর আগে ফলক উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বেলুন ও পায়রা ওড়ানোর পর পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের প্রভাষক নিশাত নিগারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান। পরে শিক্ষার্থীদের কাছে প্রতীকী চাবি হস্তান্তর করা হয়। এরপর কেক কাটার মাধ্যমে শেষ হয় হলের উদ্বোধনী অনুষ্ঠান।

দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য দ্বিতীয় হল উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ‘শেখ হাসিনা’ হল উদ্বোধন করেন।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়টির মোট পাঁচটি হল চালু হলো। তিনটি ছেলেদের এবং দুটি মেয়েদের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘২০১৪ সালের এই প্রকল্প অনেক বাধা বিপত্তির পর আজ উদ্বোধন হচ্ছে। এতে যাদের অবদান রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই হলের কাজ যথাসময়ে শেষ না হওয়ায় আমরা ঠিকাদার প্রতিষ্ঠান ডেকে এনে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছি। এরপর থেকে আমরা সব সময় তাঁদের খোঁজ-খবর নিয়ে ছাত্রীদের সুবিধার্থে কাজ দ্রুত শেষ করেছি।’
উপাচার্য আরও বলেন, ‘এই হলটিকে অন্যান্য হলগুলো অনুসরণ করবে। তোমরা যেটা দাবি বলে মনে করো আমরা সেটাকে তোমাদের প্রয়োজন মনে করি। আর সেই হিসেবেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও পড়ালেখার মান উন্নয়ন করা। এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে।’
এ সময় উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক ভালো গবেষণা প্রকাশ করেছেন তাঁদের কয়েকজনের নাম উল্লেখ করে প্রশংসা করেন এবং সবাইকে গবেষণার প্রতি উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
এ সময় উপ-উপাচার্য ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি বড় প্রাপ্তি। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার নামে একটি হল করতে পারেনি, সেটা করে দেখিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
ড. মোহাম্মদ হুমায়ুন আরও বলেন, ‘আমরা ক্লাসে শুধু থিওরি পড়াই। আর সেই থিউরির প্রয়োগ হয় আবাসিক হল গুলোতে। এখানেই শিক্ষার্থীরা ক্লাসরুমের থিউরির প্র্যাকটিক্যাল প্রয়োগ করে।’
এর আগে ফলক উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বেলুন ও পায়রা ওড়ানোর পর পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের প্রভাষক নিশাত নিগারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান। পরে শিক্ষার্থীদের কাছে প্রতীকী চাবি হস্তান্তর করা হয়। এরপর কেক কাটার মাধ্যমে শেষ হয় হলের উদ্বোধনী অনুষ্ঠান।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে