বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চার দিন ধরে উপজেলার ১৪ ইউনিয়ন ও ১ পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এতে স্থানীয় বাজারগুলোতে জেনারেটরের মাধ্যমে ৩০ টাকার বিনিময়ে মোবাইল ফোনে চার্জ দিতে হচ্ছে স্থানীয়দের।
এদিকে আজ শনিবার বিদ্যুৎ না থাকায় গন্ডামারা ইউনিয়নের সকাল বাজার ও সরল ইউনিয়নের হাজীরখীল এলাকায় জেনারেটরের মাধ্যমে মোবাইল ফোনে চার্জ দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গন্ডামারা ইউনিয়নের মো. হেফাজুল ইসলাম হোসানী বলেন, ‘ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর থেকে এলাকায় বিদ্যুৎ না থাকায় জেনারেটরের মাধ্যমে ৩০ টাকার বিনিময়ে চার্জ দিচ্ছেন স্থানীয়রা। ৩০ টাকা জোগাড় করতে না পারায় অনেকে মোবাইলে চার্জ দিতে পারছে না।’
গন্ডামারা আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি লেয়াকত আলী (বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান) বলেন, ‘গত চার দিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় খাওয়ার পানি ও মোবাইল ফোন চার্জ দিতে চরম দুর্ভোগ পড়েছে স্থানীয়রা। এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রতিদিন সন্ধ্যায় কয়েক হাজার মানুষকে জেনারেটরের মাধ্যমে কোনো অর্থ ছাড়া স্থানীয়দের মধ্যে মোবাইল ফোনে চার্জের ব্যবস্থা ও খাওয়ার পানি বিতরণ করা হচ্ছে।’
নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুতের প্রতিটি লাইন তছনছ হয়ে যাওয়াতে এখনো পর্যন্ত বিদ্যুৎ লাইন সচল হয়নি। তাই এলাকার মানুষের পানি ও মোবাইল ফোনে চার্জে দিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আগামীকাল রোববারের মধ্যে উপজেলার কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ সচল হতে পারে।
গত মঙ্গলবার ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বাঁশখালীতে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অনেক গাছপালা ভেঙে পড়াসহ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চার দিন ধরে উপজেলার ১৪ ইউনিয়ন ও ১ পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এতে স্থানীয় বাজারগুলোতে জেনারেটরের মাধ্যমে ৩০ টাকার বিনিময়ে মোবাইল ফোনে চার্জ দিতে হচ্ছে স্থানীয়দের।
এদিকে আজ শনিবার বিদ্যুৎ না থাকায় গন্ডামারা ইউনিয়নের সকাল বাজার ও সরল ইউনিয়নের হাজীরখীল এলাকায় জেনারেটরের মাধ্যমে মোবাইল ফোনে চার্জ দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গন্ডামারা ইউনিয়নের মো. হেফাজুল ইসলাম হোসানী বলেন, ‘ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর থেকে এলাকায় বিদ্যুৎ না থাকায় জেনারেটরের মাধ্যমে ৩০ টাকার বিনিময়ে চার্জ দিচ্ছেন স্থানীয়রা। ৩০ টাকা জোগাড় করতে না পারায় অনেকে মোবাইলে চার্জ দিতে পারছে না।’
গন্ডামারা আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি লেয়াকত আলী (বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান) বলেন, ‘গত চার দিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় খাওয়ার পানি ও মোবাইল ফোন চার্জ দিতে চরম দুর্ভোগ পড়েছে স্থানীয়রা। এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রতিদিন সন্ধ্যায় কয়েক হাজার মানুষকে জেনারেটরের মাধ্যমে কোনো অর্থ ছাড়া স্থানীয়দের মধ্যে মোবাইল ফোনে চার্জের ব্যবস্থা ও খাওয়ার পানি বিতরণ করা হচ্ছে।’
নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুতের প্রতিটি লাইন তছনছ হয়ে যাওয়াতে এখনো পর্যন্ত বিদ্যুৎ লাইন সচল হয়নি। তাই এলাকার মানুষের পানি ও মোবাইল ফোনে চার্জে দিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আগামীকাল রোববারের মধ্যে উপজেলার কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ সচল হতে পারে।
গত মঙ্গলবার ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বাঁশখালীতে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অনেক গাছপালা ভেঙে পড়াসহ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে জেলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তাঁর প্রথম সফর।
৪ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি ও ভর্তি-বাণিজ্যের অভিযোগ তুলে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দিদারুল আলম নামের এক অভিভাবক।
৯ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আবেদন শুনানির সময় আদালত আসামির কাছে একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চান। এ সময় হামীম আদালতকে বলেন, ‘একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে
১২ মিনিট আগে
যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামের এক যুবক মারা গেছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় কয়েকটি গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
১৪ মিনিট আগে