নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে প্রেসক্লাবে পূর্বনির্ধারিত কর্মসূচিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের জড়ো হতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রেসক্লাবের সামনে পাশাপাশি সেখানে যাওয়ার সব প্রবেশমুখের মোড়গুলোতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোটা আন্দোলনকারীদের একটি পক্ষ আজ সোমবার বেলা ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আন্দোলন কর্মসূচিতে জড়ো হওয়ার ঘোষণা দেয়।
এদিকে বেলা ৩টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে কাউকে জড়ো হতে দেখা যায়নি। সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএন সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এ ছাড়া প্রেসক্লাবমুখী সড়ক যেমন গণিবেকারী মোড়, চেরাগী মোড়, আসকারদীঘির পার মোড় ও কাজির দেউড়িতে পুলিশের অবস্থান দেখা গেছে। সন্দেহজনক কাউকে জড়ো হতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নগরের কাজির দেউড়ি মোড়ে কিছু শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে তাঁদের সরিয়ে দেয় পুলিশ।
এদিকে বেলা সাড়ে ৩টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জামালখানে কোটা আন্দোলনে অংশ নিতে আসা তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে মোহাম্মদ ইমন নামে একজন শিক্ষার্থীর নাম জানা গেছে। তিনি বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
এ ছাড়া প্রেসক্লাবের সামনে কিছু নারী আন্দোলনকারী জড়ো হওয়ার চেষ্টা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আন্দোলন ঘিরে নগরের প্রেসক্লাব এলাকার পাশাপাশি বহদ্দারহাট, ষোলশহর, আগ্রাবাদ, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এসবের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক থাকতে দেখা যায়।
কোটা আন্দোলনকারীদের এক পক্ষ কর্মসূচি ঘোষণা করলেও কারফিউ শিথিলের সময় সরকারবিরোধী কোনো কার্যক্রম চালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক মো. আজিজ। তিনি বলেন, চট্টগ্রামে ১৬ ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখা হয়েছে। এ সময় কোনো সভা-সমাবেশ করার অনুমতি নেই। যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাঁদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সিএমপি।
গতকাল রোববার রাতে ঢাকায় ডিবি হেফাজতে থাকা অবস্থায় এক ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুম।
এরপর রাত পৌনে ১২টার দিকে আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসউদের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদ ইসলামের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা না মেনে সোমবার সারা দেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে একটি অংশ প্রেসক্লাবের সামনে কর্মসূচির ঘোষণা দেয়।

চট্টগ্রামে প্রেসক্লাবে পূর্বনির্ধারিত কর্মসূচিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের জড়ো হতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রেসক্লাবের সামনে পাশাপাশি সেখানে যাওয়ার সব প্রবেশমুখের মোড়গুলোতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোটা আন্দোলনকারীদের একটি পক্ষ আজ সোমবার বেলা ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আন্দোলন কর্মসূচিতে জড়ো হওয়ার ঘোষণা দেয়।
এদিকে বেলা ৩টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে কাউকে জড়ো হতে দেখা যায়নি। সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএন সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এ ছাড়া প্রেসক্লাবমুখী সড়ক যেমন গণিবেকারী মোড়, চেরাগী মোড়, আসকারদীঘির পার মোড় ও কাজির দেউড়িতে পুলিশের অবস্থান দেখা গেছে। সন্দেহজনক কাউকে জড়ো হতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নগরের কাজির দেউড়ি মোড়ে কিছু শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে তাঁদের সরিয়ে দেয় পুলিশ।
এদিকে বেলা সাড়ে ৩টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জামালখানে কোটা আন্দোলনে অংশ নিতে আসা তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে মোহাম্মদ ইমন নামে একজন শিক্ষার্থীর নাম জানা গেছে। তিনি বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
এ ছাড়া প্রেসক্লাবের সামনে কিছু নারী আন্দোলনকারী জড়ো হওয়ার চেষ্টা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আন্দোলন ঘিরে নগরের প্রেসক্লাব এলাকার পাশাপাশি বহদ্দারহাট, ষোলশহর, আগ্রাবাদ, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এসবের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক থাকতে দেখা যায়।
কোটা আন্দোলনকারীদের এক পক্ষ কর্মসূচি ঘোষণা করলেও কারফিউ শিথিলের সময় সরকারবিরোধী কোনো কার্যক্রম চালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক মো. আজিজ। তিনি বলেন, চট্টগ্রামে ১৬ ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখা হয়েছে। এ সময় কোনো সভা-সমাবেশ করার অনুমতি নেই। যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাঁদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সিএমপি।
গতকাল রোববার রাতে ঢাকায় ডিবি হেফাজতে থাকা অবস্থায় এক ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুম।
এরপর রাত পৌনে ১২টার দিকে আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসউদের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদ ইসলামের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা না মেনে সোমবার সারা দেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে একটি অংশ প্রেসক্লাবের সামনে কর্মসূচির ঘোষণা দেয়।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৭ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে