Ajker Patrika

তালাক নোটিশ পাঠালেন স্ত্রী, পরে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে আজিজুল হক রবিন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ কথা নিশ্চিত করেন। রবিনের পরিবার বলছে, স্ত্রীর তালাক নোটিশ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রবিন।

রবিন জগমোহনপুরের বাসিন্দা আবুল খায়েরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন আট বছর আগে পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার তালপট্টি গ্রামের নাছিমা আক্তারকে বিয়ে করেন। তাঁদের একটি সন্তান আছে। ছয় মাস আগে ঝগড়াঝাঁটি করে নাছিমা একমাত্র সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যান। দুই মাস আগে রবিনের ঠিকানায় তালাকের নোটিশ পাঠান নাছিমা। পরিবারের লোকজন রবিনকে বিষয়টি অবগত করেননি। রবিন ঈদের ছুটি শেষে পার্শ্ববর্তী গার্মেন্টসে চাকরিতে যোগদান করার জন্য পরিচয়পত্র খুঁজতে গিয়ে তালাক নোটিশটি দেখতে পান। আজ সকালে বাড়ির পাশের একটি গাছে রবিনের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

রবিনের ভাই আশরাফুল ইসলাম শাওন জানান, দীর্ঘদিন ধরে তাঁর ভাই ও ভাবির ঝগড়া চলছিল। ছয় মাস আগে ভাবি নাছিমা বাবার বাড়িতে চলে যান। দুই মাস আগে তালাক নোটিশ পাঠান নাছিমা। বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন রাখলেও দুই দিন আগে রবিন তালাক নোটিশ দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। আজ বাড়ির পাশে রবিনের গাছে লাশ ঝুলতে দেখা যায়।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক তারেক উদ্দিন আকাশ বলেন, রবিন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত