Ajker Patrika

মালয়েশিয়ায় যাওয়ার পথে ৫৮ রোহিঙ্গা উদ্ধার, আটক ৪ পাচারকারী

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১২: ১৪
মালয়েশিয়ায় যাওয়ার পথে ৫৮ রোহিঙ্গা উদ্ধার, আটক ৪ পাচারকারী

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দরগাছড়া মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় চার মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেন। 

আটক মানব পাচারকারীরা হলেন মো. ইয়াছিন (২৩), মো.জুবায়ের (৩৫), নাজির হোসেন (৬১) ও রামিমুল ইসলাম (৩১)। তাঁদের মধ্যে রামিমুল ইসলামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়, বাকি তিনজনের বাড়ি টেকনাফে। মালয়েশিয়াগামী রোহিঙ্গাদের বেশির ভাগই নারী ও শিশু। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। 

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের এক দালালের মাধ্যমে ৪ লাখ টাকার বিনিময়ে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। 

টেকনাফে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের কয়েক জন। ছবি: সংগৃহীতসমিরা খাতুন নামের এক তরুণী বলেন, তাঁর বিয়ে ঠিকঠাক হয়েছে মালয়েশিয়ায়। বিয়ে করতেই তিনি মালয়েশিয়ায় যাচ্ছেন। 

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, সাগরপথে মালয়েশিয়ায় যাত্রাকালে ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চার দালালকে আটক করা হয়েছে। আটক চারজনের মধ্যে তিন জনের বিরুদ্ধে মানব পাচারসহ থানায় মামলা রয়েছে। 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাচ্ছিল রোহিঙ্গারা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত