কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে আসছে মৃত জেলিফিশ। বুধবার ও আজ বৃহস্পতিবার সৈকতের লাবণী, কলাতলী, সুগন্ধা ও দরিয়ানগর পয়েন্টে অন্তত শতাধিক জেলিফিশ ভেসে এসেছে বলে জানা গেছে।
হঠাৎ করে এত জেলিফিশ মারা যাওয়ার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কারণ অনুসন্ধানে জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন কক্সবাজারের বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।
ধারণা করা হচ্ছে, কয়েক দিনের প্রচণ্ড তাপপ্রবাহ ও জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে জেলিফিশগুলো।
কলাতলী এলাকার জেলে নুরুল আমিন (৪৫) ও আবদুল গফুর (৪০) জানান, বুধবার থেকে জোয়ারের পানিতে সাগর তীরে জেলিফিশ ভেসে আসছে।
কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম শহরের পর্যটন জোনের কয়েকটি স্থানে জেলিফিশ ভেসে আসার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষাক্ত মৃত জেলিফিশগুলো অপসারণের কাজ শুরু করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বঙ্গোপসাগরে কয়েক প্রজাতির জেলিফিশ রয়েছে। এটি সাধারণ জেলিফিশ। এর বৈজ্ঞানিক নাম অরেলিয়া অরিতা (Aurelia Aurita)। এই মাছ বিষাক্ত হিসেবে বিবেচিত। এটি মানুষের শরীরে লাগলে চুলকানি হয়।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ জানান, কী কারণে এত জেলিফিশ মারা গেছে, তা অনুসন্ধানে নমুনা সংগ্রহ করা হয়েছে। সাধারণত জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে।
এ সময় এসব মৃত জেলিফিশ খালি হাতে স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন তিনি।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জেলার বাইরে রয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’

কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে আসছে মৃত জেলিফিশ। বুধবার ও আজ বৃহস্পতিবার সৈকতের লাবণী, কলাতলী, সুগন্ধা ও দরিয়ানগর পয়েন্টে অন্তত শতাধিক জেলিফিশ ভেসে এসেছে বলে জানা গেছে।
হঠাৎ করে এত জেলিফিশ মারা যাওয়ার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কারণ অনুসন্ধানে জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন কক্সবাজারের বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।
ধারণা করা হচ্ছে, কয়েক দিনের প্রচণ্ড তাপপ্রবাহ ও জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে জেলিফিশগুলো।
কলাতলী এলাকার জেলে নুরুল আমিন (৪৫) ও আবদুল গফুর (৪০) জানান, বুধবার থেকে জোয়ারের পানিতে সাগর তীরে জেলিফিশ ভেসে আসছে।
কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম শহরের পর্যটন জোনের কয়েকটি স্থানে জেলিফিশ ভেসে আসার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষাক্ত মৃত জেলিফিশগুলো অপসারণের কাজ শুরু করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বঙ্গোপসাগরে কয়েক প্রজাতির জেলিফিশ রয়েছে। এটি সাধারণ জেলিফিশ। এর বৈজ্ঞানিক নাম অরেলিয়া অরিতা (Aurelia Aurita)। এই মাছ বিষাক্ত হিসেবে বিবেচিত। এটি মানুষের শরীরে লাগলে চুলকানি হয়।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ জানান, কী কারণে এত জেলিফিশ মারা গেছে, তা অনুসন্ধানে নমুনা সংগ্রহ করা হয়েছে। সাধারণত জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে।
এ সময় এসব মৃত জেলিফিশ খালি হাতে স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন তিনি।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জেলার বাইরে রয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে