নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম রিয়াজ (২০) নামের এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। মনির হোসেন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন রিয়াজ (২১) নামের আরেক তরুণকে আটক করে পুলিশে দিয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আহত অবস্থায় জাহিদুলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত পৌনে ৯টার দিকে কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কামলার টেক এলাকার হাশেম মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম রিয়াজ কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়ারিশ হাজীবাড়ির হারুনুর রশিদ কালা মিয়ার ছেলে। আটক রিয়াজ বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা, তিনি এলাকায় দিনমজুরের কাজ করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কথা-কাটাকাটির জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত জাহিদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় রিয়াজ নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরর পর রিয়াজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজের বাড়ি দুর্গাপুরে হলেও তিনি নানাবাড়ি কুতুবপুরে থাকতেন। কয়েক দিন আগে ফুটবল খেলা নিয়ে জাহিদুলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। গতকাল রাতে জাহিদুল তাঁর কয়েকজন বন্ধুসহ কামলারটেক এলাকার হাশেমের চা দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় রিয়াজ তাঁর কয়েকজন বন্ধুসহ জাহিদুলের ওপর হামলা চালান। একপর্যায়ে জাহিদুলের বুকে ছুরিকাঘাত করেন রিয়াজ।
জাহিদুলকে বাঁচাতে তাঁর বন্ধু মনির এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করেন হামলাকারীরা বলে জানান স্থানীয়রা। তাঁরা আরও জানান, ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া করে রিয়াজকে আটক করেন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম রিয়াজ (২০) নামের এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। মনির হোসেন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন রিয়াজ (২১) নামের আরেক তরুণকে আটক করে পুলিশে দিয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আহত অবস্থায় জাহিদুলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত পৌনে ৯টার দিকে কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কামলার টেক এলাকার হাশেম মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম রিয়াজ কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়ারিশ হাজীবাড়ির হারুনুর রশিদ কালা মিয়ার ছেলে। আটক রিয়াজ বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা, তিনি এলাকায় দিনমজুরের কাজ করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কথা-কাটাকাটির জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত জাহিদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় রিয়াজ নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরর পর রিয়াজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজের বাড়ি দুর্গাপুরে হলেও তিনি নানাবাড়ি কুতুবপুরে থাকতেন। কয়েক দিন আগে ফুটবল খেলা নিয়ে জাহিদুলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। গতকাল রাতে জাহিদুল তাঁর কয়েকজন বন্ধুসহ কামলারটেক এলাকার হাশেমের চা দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় রিয়াজ তাঁর কয়েকজন বন্ধুসহ জাহিদুলের ওপর হামলা চালান। একপর্যায়ে জাহিদুলের বুকে ছুরিকাঘাত করেন রিয়াজ।
জাহিদুলকে বাঁচাতে তাঁর বন্ধু মনির এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করেন হামলাকারীরা বলে জানান স্থানীয়রা। তাঁরা আরও জানান, ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া করে রিয়াজকে আটক করেন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২০ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
২৩ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
৩৭ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৩৯ মিনিট আগে