রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, রাঙামাটির সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং রিসোর্ট ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। ব্যবসায়ীরা যেন আবার ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য ব্যাংকগুলো যেন সহজ শর্তে ঋণ দেয়, সে ব্যবস্থা করা হবে।
আজ বুধবার বিকেলে সাজেক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন। আজ রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও চাল বিতরণ করা হয়।
সুপ্রদীপ চাকমা বলেন, অগ্নিকাণ্ডের এই ক্ষতি অপূরণীয়। তবুও দায়িত্ব ও মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ানো হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সাজেক পরিদর্শনের সময় পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা, রাঙামাটির জেলা প্রশাসক হাবিব উল্লাহ, জেলা পরিষদের সদস্য প্রতুল বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার উপস্থিত ছিলেন।
গত সোমবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেকে অগ্নিকাণ্ডে বসতবাড়ি, রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্টসহ ৯৪টি স্থাপনা পুড়ে যায়। চার ঘণ্টা ধরে এসব স্থাপনা পুড়ে। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ ঘটনার দিন জানিয়েছিলেন, আগুনে পুড়ে ছাই হয়েছে ৯৪ স্থাপনা। পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে রিসোর্ট ৩২টি, বসতবাড়ি ৩৫টি, দোকান ২০টি ও রেস্টুরেন্ট ৭টি। পুড়ে যাওয়া ৩৫ বসতের মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠীর ১৯টি, বাকি বসতগুলো লুসাই জনগোষ্ঠীর। তবে রাঙামাটি জেলা প্রশাসনের এক বার্তায় জানানো হয়, এই অগ্নিকাণ্ডে ১২০ থেকে ১৪০টির বেশি রিসোর্ট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, রাঙামাটির সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং রিসোর্ট ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। ব্যবসায়ীরা যেন আবার ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য ব্যাংকগুলো যেন সহজ শর্তে ঋণ দেয়, সে ব্যবস্থা করা হবে।
আজ বুধবার বিকেলে সাজেক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন। আজ রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও চাল বিতরণ করা হয়।
সুপ্রদীপ চাকমা বলেন, অগ্নিকাণ্ডের এই ক্ষতি অপূরণীয়। তবুও দায়িত্ব ও মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ানো হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সাজেক পরিদর্শনের সময় পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা, রাঙামাটির জেলা প্রশাসক হাবিব উল্লাহ, জেলা পরিষদের সদস্য প্রতুল বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার উপস্থিত ছিলেন।
গত সোমবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেকে অগ্নিকাণ্ডে বসতবাড়ি, রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্টসহ ৯৪টি স্থাপনা পুড়ে যায়। চার ঘণ্টা ধরে এসব স্থাপনা পুড়ে। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ ঘটনার দিন জানিয়েছিলেন, আগুনে পুড়ে ছাই হয়েছে ৯৪ স্থাপনা। পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে রিসোর্ট ৩২টি, বসতবাড়ি ৩৫টি, দোকান ২০টি ও রেস্টুরেন্ট ৭টি। পুড়ে যাওয়া ৩৫ বসতের মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠীর ১৯টি, বাকি বসতগুলো লুসাই জনগোষ্ঠীর। তবে রাঙামাটি জেলা প্রশাসনের এক বার্তায় জানানো হয়, এই অগ্নিকাণ্ডে ১২০ থেকে ১৪০টির বেশি রিসোর্ট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে