প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার চন্দ্রঘোনা থানার আওতাধীন ২ নম্বর রাইখালী ইউনিয়ন এর ৮ নম্বর ওয়ার্ডের তিনছড়ি নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
তাপস রঞ্জন ঘোষ জানান, দুপুরে গোলাগুলির খবর পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থলে চলে যায়। তিনি আরও জানান, তিন ছড়ি নামক এলাকায় ৪৫ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয় এবং তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। আগামী কাল ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, চন্দ্রঘোনা থানায় নারানগিরি ও মিতিয়াছড়ি এলাকায় সন্ত্রাসী সংগঠনের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ৫০-৬০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলেও জানা যায়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ জানান—পুলিশ ঘটনাস্থলে গেছে। সেখানে মোবাইল নেট না থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাঁরা ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না। পাহাড়ে চারটি আঞ্চলিক দলের প্রভাব রয়েছে। এই ঘটনা কারা ঘটিয়েছে, কে নিহত হয়েছেন তা জানাতে চাইলে তিনি বলেন, এখনো বিষয়গুলো পরিষ্কার না। ওসি ফিরে আসলে আপনাদের জানানো হবে।
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা বলেন, আমিও স্থানীয়ভাবে গোলাগুলি বিষয়টি শুনেছি। বিভিন্নভাবে এলাকায় খবর নেওয়ার চেষ্টা করছি। দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৯টায় চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন।

রাঙামাটির কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার চন্দ্রঘোনা থানার আওতাধীন ২ নম্বর রাইখালী ইউনিয়ন এর ৮ নম্বর ওয়ার্ডের তিনছড়ি নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
তাপস রঞ্জন ঘোষ জানান, দুপুরে গোলাগুলির খবর পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থলে চলে যায়। তিনি আরও জানান, তিন ছড়ি নামক এলাকায় ৪৫ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয় এবং তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। আগামী কাল ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, চন্দ্রঘোনা থানায় নারানগিরি ও মিতিয়াছড়ি এলাকায় সন্ত্রাসী সংগঠনের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ৫০-৬০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলেও জানা যায়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ জানান—পুলিশ ঘটনাস্থলে গেছে। সেখানে মোবাইল নেট না থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাঁরা ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না। পাহাড়ে চারটি আঞ্চলিক দলের প্রভাব রয়েছে। এই ঘটনা কারা ঘটিয়েছে, কে নিহত হয়েছেন তা জানাতে চাইলে তিনি বলেন, এখনো বিষয়গুলো পরিষ্কার না। ওসি ফিরে আসলে আপনাদের জানানো হবে।
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা বলেন, আমিও স্থানীয়ভাবে গোলাগুলি বিষয়টি শুনেছি। বিভিন্নভাবে এলাকায় খবর নেওয়ার চেষ্টা করছি। দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৯টায় চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন।

কুমিল্লা নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হন অন্তত আটজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের আবুল খায়ের মেম্বার ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে
১৮ মিনিট আগে
মাদারীপুরের রাজৈরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট শাখার সুস্ময় চক্রবর্তী (২৫) নামে এক কর্মীর কাছ থেকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কামালদি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক। আজ শুক্রবার দুপুরে তাঁকে প্যারোলে মুক্তি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে দাফন শেষে আবারও তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে