বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে খেলার সময় বাগ্বিতণ্ডার জেরে কয়েকজনের মারধরে মো. আরিফ (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্কুলছাত্র নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আজ সোমবার সকালে মামলা করা হয়েছে।’
নিহত আরিফ সারোয়াতলী ইউনিয়নের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির মো. জাকির হোসেনের ছেলে। সে শাকপুরা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের বাবা মো. জাকির হোসেন বলেন, ‘গতকাল বিকেলে স্কুল ছুটির পর আরিফ ঘরে আসে। এরপর চা-নাশতা খেয়ে বাড়ির পাশে খেলতে যায়। খেলার সময় প্রতিবেশী এক কিশোরের সঙ্গে ঝগড়া হয়। ওই কিশোরসহ কয়েকজন মিলে আরিফকে মেরে রাস্তার ধারে ফেলে রাখে।’
আহত আরিফকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। রাত ৯টার দিকে চমেক হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্বাস উদ্দিন বলেন, ‘খেলার সময় আরিফের সঙ্গে এক কিশোরের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে ওই কিশোর, তার ভাই ও মা মিলে আরিফকে মেরেছে বলে জানতে পেরেছি। এতে আরিফের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করেছে।’

চট্টগ্রামের বোয়ালখালীতে খেলার সময় বাগ্বিতণ্ডার জেরে কয়েকজনের মারধরে মো. আরিফ (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্কুলছাত্র নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আজ সোমবার সকালে মামলা করা হয়েছে।’
নিহত আরিফ সারোয়াতলী ইউনিয়নের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির মো. জাকির হোসেনের ছেলে। সে শাকপুরা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের বাবা মো. জাকির হোসেন বলেন, ‘গতকাল বিকেলে স্কুল ছুটির পর আরিফ ঘরে আসে। এরপর চা-নাশতা খেয়ে বাড়ির পাশে খেলতে যায়। খেলার সময় প্রতিবেশী এক কিশোরের সঙ্গে ঝগড়া হয়। ওই কিশোরসহ কয়েকজন মিলে আরিফকে মেরে রাস্তার ধারে ফেলে রাখে।’
আহত আরিফকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। রাত ৯টার দিকে চমেক হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্বাস উদ্দিন বলেন, ‘খেলার সময় আরিফের সঙ্গে এক কিশোরের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে ওই কিশোর, তার ভাই ও মা মিলে আরিফকে মেরেছে বলে জানতে পেরেছি। এতে আরিফের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করেছে।’

নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
৩৫ মিনিট আগে
শিশু সাফায়াত বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে