কক্সবাজার প্রতিনিধি

এক পাশে পাহাড় ও অন্য পাশে সাগর। এর মাঝে গেছে মেরিন ড্রাইভ। এ পথে চলতে ফিরতে দেখা মিলে বন্যপ্রাণী-পাখপাখালির হাঁকডাক, সমুদ্রের জলরাশিতে সারি সারি মাছ ধরার ট্রলার, ঝাউবন ও সামুদ্রিক প্রাণীর অবাধ বিচরণ। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার সড়কে এ দৃশ্য দেশি-বিদেশি পর্যটকদের বিমোহিত করে।
এ পথেই দেখা যাবে দরিয়ানগর, হিমছড়ির জাতীয় উদ্যান, ছড়া ও ঝরনা। পাহাড়-সমুদ্রের এ মিতালি দেখতে এবার পর্যটন নগরী কক্সবাজারে ছাদখোলা বাসের যাত্রা শুরু হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন মেরিন ড্রাইভে পর্যটকদের ভ্রমণে দুটি টুরিস্ট বাস চালু করেছে। আজ শনিবার থেকে বাস দুটি এ সড়কে সংযোজন করা হয়েছে।
গতকাল শুক্রবার লাল-সবুজ রঙের ছাদখোলা বাস দুটি কক্সবাজার আনা হয়। টুরিস্ট বাস লেখা বিআরটিসির এই বাস দুটিতে কক্সবাজারের আকর্ষণীয় পর্যটন স্পটগুলোর ছবি লাগানো হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. ইয়ামিন হোসেন বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন থেকে জেলা প্রশাসন ছাদখোলা টুরিস্ট বাস দুটি লিজ নিয়েছে। এই টুরিস্ট বাসগুলো জেলা প্রশাসন পরিচালনা করবে। বাস দুটি কক্সবাজার শহরের সমুদ্রসৈকতের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটকদের নিয়ে রেজুখাল ব্রিজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেওয়া হবে ব্রিজের অপর প্রান্তে অবস্থান করা অপর টুরিস্ট বাসে। এই বাস মেরিন ড্রাইভের টেকনাফ পর্যন্ত চলাচল করবে। পর্যটকেরা বাসে করে মেরিন ড্রাইভের দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, একটি বাসে ৫৫ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। নানা সুযোগ-সুবিধা সংবলিত বাস দুটি করে পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।

এক পাশে পাহাড় ও অন্য পাশে সাগর। এর মাঝে গেছে মেরিন ড্রাইভ। এ পথে চলতে ফিরতে দেখা মিলে বন্যপ্রাণী-পাখপাখালির হাঁকডাক, সমুদ্রের জলরাশিতে সারি সারি মাছ ধরার ট্রলার, ঝাউবন ও সামুদ্রিক প্রাণীর অবাধ বিচরণ। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার সড়কে এ দৃশ্য দেশি-বিদেশি পর্যটকদের বিমোহিত করে।
এ পথেই দেখা যাবে দরিয়ানগর, হিমছড়ির জাতীয় উদ্যান, ছড়া ও ঝরনা। পাহাড়-সমুদ্রের এ মিতালি দেখতে এবার পর্যটন নগরী কক্সবাজারে ছাদখোলা বাসের যাত্রা শুরু হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন মেরিন ড্রাইভে পর্যটকদের ভ্রমণে দুটি টুরিস্ট বাস চালু করেছে। আজ শনিবার থেকে বাস দুটি এ সড়কে সংযোজন করা হয়েছে।
গতকাল শুক্রবার লাল-সবুজ রঙের ছাদখোলা বাস দুটি কক্সবাজার আনা হয়। টুরিস্ট বাস লেখা বিআরটিসির এই বাস দুটিতে কক্সবাজারের আকর্ষণীয় পর্যটন স্পটগুলোর ছবি লাগানো হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. ইয়ামিন হোসেন বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন থেকে জেলা প্রশাসন ছাদখোলা টুরিস্ট বাস দুটি লিজ নিয়েছে। এই টুরিস্ট বাসগুলো জেলা প্রশাসন পরিচালনা করবে। বাস দুটি কক্সবাজার শহরের সমুদ্রসৈকতের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটকদের নিয়ে রেজুখাল ব্রিজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেওয়া হবে ব্রিজের অপর প্রান্তে অবস্থান করা অপর টুরিস্ট বাসে। এই বাস মেরিন ড্রাইভের টেকনাফ পর্যন্ত চলাচল করবে। পর্যটকেরা বাসে করে মেরিন ড্রাইভের দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, একটি বাসে ৫৫ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। নানা সুযোগ-সুবিধা সংবলিত বাস দুটি করে পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে