কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারার দক্ষিণ কোরীয় কেইপিজেডের একটি কারখানায় স্থানীয়দের চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরি প্রার্থী ও স্থানীয়রা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উত্তর বন্দর এলাকায় কেইপিজেডের আমেরিকান অ্যান্ড এফার্ড (বাংলাদেশ) লিমিটেড কারখানার গেটে এ অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য দেন— স্থানীয় বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, ইউপি সদস্য ফরহাদ খান, মহিলা ইউপি সদস্য রুমি আকতার, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ–সভাপতি মুজিবুর রহমান বুলু, যুবলীগ নেতা সাইফুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আমিন মিয়া, সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবেদ হোসেন, হামিদুল ইসলাম, হোসাইন মাসুদ, তারেক হোসেন সিজান, মুরাদ হোসেন সাব্বিরসহ স্থানীয় শতাধিক চাকরি প্রার্থী।
বৈরাগ ইউনিয়নের বাসিন্দাদের আমেরিকান অ্যান্ড এফার্ড (বাংলাদেশ) লিমিটেড কারখানা থেকে চাকরিচ্যুত করা এবং নিয়োগ না দেওয়ার অভিযোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয় বলে অংশগ্রহণকারীরা জানান।
চাকরিচ্যুত হওয়া হামিদুল ইসলাম বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরই আবেদন করি চাকরির জন্য। ইন্টারভিউ নেওয়ার পর চাকরির নিয়োগপত্র দেয় আমাকে। যোগদানের দিন জিজ্ঞেস করে বাড়ি কোথায়? আনোয়ারা ঠিকানা দেখে তারা জানায়, আজ চলে যান, পরবর্তীতে আপনাকে ফোন করে জানানো হবে। পরবর্তীতে জানানো হয়, স্থানীয় হওয়ার কারণে চাকরিটি আর হয়নি। এ রকম ঘটনার শিকার শুধু আমি নই, আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার–হাজার যুবক–যুবতীরা।’
স্থানীয় বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, ‘স্থানীয়দের চাকরিচ্যুত ও নিয়োগ না দেওয়ার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে স্থানীয়দের নিয়োগ দান এবং চাকরিচ্যুতদের ব্যাপারে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুশফিকুর রহমান বলেন, ‘কেইপিজেডের আড়াই হাজার শ্রমিকের মধ্যে অর্ধেকই স্থানীয়। স্থানীয়রাই অগ্রাধিকার বেশি পাবেন সব কারখানায়। এটি আমেরিকান কারখানার নিয়োগ–নীতিমালা অনুযায়ী এখানে চাকরি হবে। চাকরিপ্রার্থীদের মধ্যে এটা ভুল বোঝাবুঝি মাত্র। তাঁদের সঙ্গে বৈঠক হয়েছে। আন্দোলন কখনো ভালো কিছু বয়ে আনে না। নিয়োগ দান এবং চাকরিচ্যুতদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

চট্টগ্রামের আনোয়ারার দক্ষিণ কোরীয় কেইপিজেডের একটি কারখানায় স্থানীয়দের চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরি প্রার্থী ও স্থানীয়রা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উত্তর বন্দর এলাকায় কেইপিজেডের আমেরিকান অ্যান্ড এফার্ড (বাংলাদেশ) লিমিটেড কারখানার গেটে এ অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য দেন— স্থানীয় বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, ইউপি সদস্য ফরহাদ খান, মহিলা ইউপি সদস্য রুমি আকতার, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ–সভাপতি মুজিবুর রহমান বুলু, যুবলীগ নেতা সাইফুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আমিন মিয়া, সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবেদ হোসেন, হামিদুল ইসলাম, হোসাইন মাসুদ, তারেক হোসেন সিজান, মুরাদ হোসেন সাব্বিরসহ স্থানীয় শতাধিক চাকরি প্রার্থী।
বৈরাগ ইউনিয়নের বাসিন্দাদের আমেরিকান অ্যান্ড এফার্ড (বাংলাদেশ) লিমিটেড কারখানা থেকে চাকরিচ্যুত করা এবং নিয়োগ না দেওয়ার অভিযোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয় বলে অংশগ্রহণকারীরা জানান।
চাকরিচ্যুত হওয়া হামিদুল ইসলাম বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরই আবেদন করি চাকরির জন্য। ইন্টারভিউ নেওয়ার পর চাকরির নিয়োগপত্র দেয় আমাকে। যোগদানের দিন জিজ্ঞেস করে বাড়ি কোথায়? আনোয়ারা ঠিকানা দেখে তারা জানায়, আজ চলে যান, পরবর্তীতে আপনাকে ফোন করে জানানো হবে। পরবর্তীতে জানানো হয়, স্থানীয় হওয়ার কারণে চাকরিটি আর হয়নি। এ রকম ঘটনার শিকার শুধু আমি নই, আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার–হাজার যুবক–যুবতীরা।’
স্থানীয় বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, ‘স্থানীয়দের চাকরিচ্যুত ও নিয়োগ না দেওয়ার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে স্থানীয়দের নিয়োগ দান এবং চাকরিচ্যুতদের ব্যাপারে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুশফিকুর রহমান বলেন, ‘কেইপিজেডের আড়াই হাজার শ্রমিকের মধ্যে অর্ধেকই স্থানীয়। স্থানীয়রাই অগ্রাধিকার বেশি পাবেন সব কারখানায়। এটি আমেরিকান কারখানার নিয়োগ–নীতিমালা অনুযায়ী এখানে চাকরি হবে। চাকরিপ্রার্থীদের মধ্যে এটা ভুল বোঝাবুঝি মাত্র। তাঁদের সঙ্গে বৈঠক হয়েছে। আন্দোলন কখনো ভালো কিছু বয়ে আনে না। নিয়োগ দান এবং চাকরিচ্যুতদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে