Ajker Patrika

কেইপিজেডের কারখানায় স্থানীয়দের চাকরি না দেওয়ার অভিযোগে অবস্থান কর্মসূচি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কেইপিজেডের কারখানায় স্থানীয়দের চাকরি না দেওয়ার অভিযোগে অবস্থান কর্মসূচি

চট্টগ্রামের আনোয়ারার দক্ষিণ কোরীয় কেইপিজেডের একটি কারখানায় স্থানীয়দের চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরি প্রার্থী ও স্থানীয়রা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উত্তর বন্দর এলাকায় কেইপিজেডের আমেরিকান অ্যান্ড এফার্ড (বাংলাদেশ) লিমিটেড কারখানার গেটে এ অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

কর্মসূচিতে বক্তব্য দেন—   স্থানীয় বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, ইউপি সদস্য ফরহাদ খান, মহিলা ইউপি সদস্য রুমি আকতার, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ–সভাপতি মুজিবুর রহমান বুলু, যুবলীগ নেতা সাইফুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আমিন মিয়া, সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবেদ হোসেন, হামিদুল ইসলাম, হোসাইন মাসুদ, তারেক হোসেন সিজান, মুরাদ হোসেন সাব্বিরসহ স্থানীয় শতাধিক চাকরি প্রার্থী।

বৈরাগ ইউনিয়নের বাসিন্দাদের আমেরিকান অ্যান্ড এফার্ড (বাংলাদেশ) লিমিটেড কারখানা থেকে চাকরিচ্যুত করা এবং নিয়োগ না দেওয়ার অভিযোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয় বলে অংশগ্রহণকারীরা জানান।

চাকরিচ্যুত হওয়া হামিদুল ইসলাম বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরই আবেদন করি চাকরির জন্য। ইন্টারভিউ নেওয়ার পর চাকরির নিয়োগপত্র দেয় আমাকে। যোগদানের দিন জিজ্ঞেস করে বাড়ি কোথায়? আনোয়ারা ঠিকানা দেখে তারা জানায়, আজ চলে যান, পরবর্তীতে আপনাকে ফোন করে জানানো হবে। পরবর্তীতে জানানো হয়, স্থানীয় হওয়ার কারণে চাকরিটি আর হয়নি। এ রকম ঘটনার শিকার শুধু আমি নই, আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার–হাজার যুবক–যুবতীরা।’

স্থানীয় বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, ‘স্থানীয়দের চাকরিচ্যুত ও নিয়োগ না দেওয়ার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে স্থানীয়দের নিয়োগ দান এবং চাকরিচ্যুতদের ব্যাপারে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুশফিকুর রহমান বলেন, ‘কেইপিজেডের আড়াই হাজার শ্রমিকের মধ্যে অর্ধেকই স্থানীয়। স্থানীয়রাই অগ্রাধিকার বেশি পাবেন সব কারখানায়। এটি আমেরিকান কারখানার নিয়োগ–নীতিমালা অনুযায়ী এখানে চাকরি হবে। চাকরিপ্রার্থীদের মধ্যে এটা ভুল বোঝাবুঝি মাত্র। তাঁদের সঙ্গে বৈঠক হয়েছে। আন্দোলন কখনো ভালো কিছু বয়ে আনে না। নিয়োগ দান এবং চাকরিচ্যুতদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

জাতীয় সংসদ নির্বাচন: ভোটে নতুন সমীকরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ