চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এবার তিন ঘণ্টার প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে সমিতি।
আজ বুধবার দুপুরে বিশ্বিবদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘আমরা একটা ন্যায় সঙ্গত আন্দোলনে আছি। বিশ্ববিদ্যালয়ের আইনকে সমুন্নত রাখার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অবিলম্বে উপাচার্য ও সহউপাচার্যের পদত্যাগ দাবি করছি। আন্দোলনরত শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আমরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করব।’
উপাচার্যের চায়ের দাওয়াত, সমিতির প্রত্যাখান:
এ দিকে অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্যের পক্ষ থেকে দুজন প্রতিনিধি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করে আন্দোলনের বিষয় আলোচনা করতে চায়ের দাওয়াত দেন। তবে সমিতির নেতারা তা প্রত্যাখান করেন।
এ বিষয়ে জানতে চাইলে সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘মঙ্গলবার উপাচার্যের দুজন প্রতিনিধি চায়ের দাওয়াত নিয়ে আসছিলেন। আগে একবার চায়ের দাওয়াতে গিয়ে অপমানিত হয়েছি। এর পুনরাবৃত্তি আর চাই না।’
তিনি আরও বলেন, ‘এটা আমাদের বিষয় না। এটার সঙ্গে পুরো শিক্ষক সমাজ জড়িত। তাদের কেউই আলোচনার ব্যাপারে আগ্রহী না। তিনি (উপাচার্য) যে আচরণ করেছেন, যে ভূমিকা নিয়েছেন তা ন্যাক্করজনক ও দুঃখজনক। তাঁর সঙ্গে এখন আর আলোচনার সুযোগ নেই। এটা শিক্ষক সমিতির সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে আমরা এ কথা জানিয়েছি।’
এর আগে রোববার আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষককে সঙ্গে নিয়ে উপাচার্যকে চিঠি দিতে যান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এ সময় উপাচার্য সমিতির নেতৃবৃন্দকে চিঠি পড়ে শোনাতে বলেন। সমিতির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চিঠি পড়া শুরু করলে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উপাচার্য তাঁর কক্ষ ছেড়ে কনফারেন্স রুমে চলে যান। পরে উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় দুপুর ২টায় নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে তাঁর কার্যালয়ে চার ঘণ্টা অবস্থান নেন। এরপর উপাচার্য তাঁর বাঙলোতে গিয়ে ’গোপনে’ আইন বিভাগের নিয়োগ বোর্ড বসালে শিক্ষক সমিতি উপাচার্য ও সহউপাচার্যের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এবার তিন ঘণ্টার প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে সমিতি।
আজ বুধবার দুপুরে বিশ্বিবদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘আমরা একটা ন্যায় সঙ্গত আন্দোলনে আছি। বিশ্ববিদ্যালয়ের আইনকে সমুন্নত রাখার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অবিলম্বে উপাচার্য ও সহউপাচার্যের পদত্যাগ দাবি করছি। আন্দোলনরত শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আমরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করব।’
উপাচার্যের চায়ের দাওয়াত, সমিতির প্রত্যাখান:
এ দিকে অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্যের পক্ষ থেকে দুজন প্রতিনিধি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করে আন্দোলনের বিষয় আলোচনা করতে চায়ের দাওয়াত দেন। তবে সমিতির নেতারা তা প্রত্যাখান করেন।
এ বিষয়ে জানতে চাইলে সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘মঙ্গলবার উপাচার্যের দুজন প্রতিনিধি চায়ের দাওয়াত নিয়ে আসছিলেন। আগে একবার চায়ের দাওয়াতে গিয়ে অপমানিত হয়েছি। এর পুনরাবৃত্তি আর চাই না।’
তিনি আরও বলেন, ‘এটা আমাদের বিষয় না। এটার সঙ্গে পুরো শিক্ষক সমাজ জড়িত। তাদের কেউই আলোচনার ব্যাপারে আগ্রহী না। তিনি (উপাচার্য) যে আচরণ করেছেন, যে ভূমিকা নিয়েছেন তা ন্যাক্করজনক ও দুঃখজনক। তাঁর সঙ্গে এখন আর আলোচনার সুযোগ নেই। এটা শিক্ষক সমিতির সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে আমরা এ কথা জানিয়েছি।’
এর আগে রোববার আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষককে সঙ্গে নিয়ে উপাচার্যকে চিঠি দিতে যান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এ সময় উপাচার্য সমিতির নেতৃবৃন্দকে চিঠি পড়ে শোনাতে বলেন। সমিতির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চিঠি পড়া শুরু করলে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উপাচার্য তাঁর কক্ষ ছেড়ে কনফারেন্স রুমে চলে যান। পরে উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় দুপুর ২টায় নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে তাঁর কার্যালয়ে চার ঘণ্টা অবস্থান নেন। এরপর উপাচার্য তাঁর বাঙলোতে গিয়ে ’গোপনে’ আইন বিভাগের নিয়োগ বোর্ড বসালে শিক্ষক সমিতি উপাচার্য ও সহউপাচার্যের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে