নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জাকির হোসেন এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত মো. পারভেজ (২৫) নিহতের স্বামী এবং সাতকানিয়া উপজেলার চুড়ামনি এলাকার মো. সোলায়মানের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর নিখিল কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যৌতুকের জন্য স্ত্রী খুনের মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী পারভেজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলার তথ্যমতে, ২০১৮ সালের ২ এপ্রিল রোকেয়া বেগমের সঙ্গে পারভেজের বিয়ে হয়। বিয়ের সময় রোকেয়ার পরিবার পারভেজকে তিন লাখ টাকা যৌতুক দেয়। এরপরও যৌতুকের জন্য রোকেয়াকে প্রায়ই নির্যাতন করতেন তিনি। পরে বিষয়টি রোকেয়া তার পরিবারকে জানালে আরও এক লাখ টাকা যৌতুক পারভেজকে দেওয়া হয়।
পরে আরও দুই লাখ টাকা এনে দিতে রোকেয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একই বছরের ২০ এপ্রিল পারভেজ রোকেয়ার মা ও বোনকে কল দিয়ে নানা অসংলগ্ন কথা বলেন। এরপর তার পরিবার পারভেজের বাড়িতে গেলে খাটের ওপর রোকেয়ার লাশ তারা দেখতে পান। এ ঘটনায় রোকেয়ার বড় ভাই মো. মহিউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র জমা দেওয়ার পর আদালত পারভেজের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। আজ (বুধবার) সাতজনের সাক্ষী নিয়ে এ রায় ঘোষণা করেন আদালত।

চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জাকির হোসেন এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত মো. পারভেজ (২৫) নিহতের স্বামী এবং সাতকানিয়া উপজেলার চুড়ামনি এলাকার মো. সোলায়মানের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর নিখিল কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যৌতুকের জন্য স্ত্রী খুনের মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী পারভেজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলার তথ্যমতে, ২০১৮ সালের ২ এপ্রিল রোকেয়া বেগমের সঙ্গে পারভেজের বিয়ে হয়। বিয়ের সময় রোকেয়ার পরিবার পারভেজকে তিন লাখ টাকা যৌতুক দেয়। এরপরও যৌতুকের জন্য রোকেয়াকে প্রায়ই নির্যাতন করতেন তিনি। পরে বিষয়টি রোকেয়া তার পরিবারকে জানালে আরও এক লাখ টাকা যৌতুক পারভেজকে দেওয়া হয়।
পরে আরও দুই লাখ টাকা এনে দিতে রোকেয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একই বছরের ২০ এপ্রিল পারভেজ রোকেয়ার মা ও বোনকে কল দিয়ে নানা অসংলগ্ন কথা বলেন। এরপর তার পরিবার পারভেজের বাড়িতে গেলে খাটের ওপর রোকেয়ার লাশ তারা দেখতে পান। এ ঘটনায় রোকেয়ার বড় ভাই মো. মহিউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র জমা দেওয়ার পর আদালত পারভেজের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। আজ (বুধবার) সাতজনের সাক্ষী নিয়ে এ রায় ঘোষণা করেন আদালত।

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৩ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩১ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৩৪ মিনিট আগে