চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত সাংবাদিক দোস্ত মোহাম্মদকে মারধরকারী দুই ছাত্রলীগ নেতাকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে প্রহসন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে চবি সাংবাদিক সমিতি।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত দুই ছাত্রলীগ নেতা হলেন শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ ও উপদপ্তর সম্পাদক আরাফাত রায়হান। তাঁদের মধ্যে খালেদ মাসুদ এর আগে ২০২১ সালেও শৃঙ্খলা ভঙ্গের কারণে ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডিসিপ্লিনারি কমিটির সদস্যসচিব ড. নুরুল আজিম সিকদার। তিনি আজকের পত্রিকাকে বলেন, সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত দুজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
এদিকে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে প্রহসন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ইমু আজকের পত্রিকাকে বলেন, ‘বিচারের নামে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে প্রহসন করেছে। আমরা এ রকম বিচার চাইনি। এটা জাস্ট লোক দেখানো। বিশ্ববিদ্যালয় প্রশাসন অপরাধীদের কাছে জিম্মি মনে হচ্ছে। অপরাধীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেয়ে ক্ষমতাশালী প্রমাণ করল তদন্ত কমিটি। আমরা এ রায়ে কোনোভাবেই সন্তুষ্ট না। আমরা আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব৷’
সভাপতি মাহবুব এ রহমান বলেন, ‘ছয় মাসের বহিষ্কারের এই সিদ্ধান্ত আমাদের বেশ আশাহত করেছে। এ ঘটনার প্রেক্ষিতে এই বিচার কোনোভাবেই গ্রহণযোগ্য না। ভুক্তভোগী সাংবাদিক এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এই শাস্তির নামে মূলত অপরাধীদের সুযোগ করে দেওয়া হচ্ছে। পরবর্তী করণীয় আমরা বসে সিদ্ধান্ত নেব।’
এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরের একটি চায়ের দোকানের চেয়ারে বসাকে কেন্দ্র করে চবি সাংবাদিক সমিতির সদস্য দোস্ত মোহাম্মদের মুখে গরম চা মেরে দেন শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ। এ সময় সাংবাদিক পরিচয় দিলে উপর্যপুরি লাথি মারতে থাকেন ঘটনাস্থলে উপস্থিত অন্য ছাত্রলীগ কর্মীরা।
পরে ভুক্তভোগী সাংবাদিককে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ভুক্তভোগী সাংবাদিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত সাংবাদিক দোস্ত মোহাম্মদকে মারধরকারী দুই ছাত্রলীগ নেতাকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে প্রহসন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে চবি সাংবাদিক সমিতি।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত দুই ছাত্রলীগ নেতা হলেন শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ ও উপদপ্তর সম্পাদক আরাফাত রায়হান। তাঁদের মধ্যে খালেদ মাসুদ এর আগে ২০২১ সালেও শৃঙ্খলা ভঙ্গের কারণে ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডিসিপ্লিনারি কমিটির সদস্যসচিব ড. নুরুল আজিম সিকদার। তিনি আজকের পত্রিকাকে বলেন, সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত দুজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
এদিকে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে প্রহসন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ইমু আজকের পত্রিকাকে বলেন, ‘বিচারের নামে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে প্রহসন করেছে। আমরা এ রকম বিচার চাইনি। এটা জাস্ট লোক দেখানো। বিশ্ববিদ্যালয় প্রশাসন অপরাধীদের কাছে জিম্মি মনে হচ্ছে। অপরাধীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেয়ে ক্ষমতাশালী প্রমাণ করল তদন্ত কমিটি। আমরা এ রায়ে কোনোভাবেই সন্তুষ্ট না। আমরা আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব৷’
সভাপতি মাহবুব এ রহমান বলেন, ‘ছয় মাসের বহিষ্কারের এই সিদ্ধান্ত আমাদের বেশ আশাহত করেছে। এ ঘটনার প্রেক্ষিতে এই বিচার কোনোভাবেই গ্রহণযোগ্য না। ভুক্তভোগী সাংবাদিক এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এই শাস্তির নামে মূলত অপরাধীদের সুযোগ করে দেওয়া হচ্ছে। পরবর্তী করণীয় আমরা বসে সিদ্ধান্ত নেব।’
এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরের একটি চায়ের দোকানের চেয়ারে বসাকে কেন্দ্র করে চবি সাংবাদিক সমিতির সদস্য দোস্ত মোহাম্মদের মুখে গরম চা মেরে দেন শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ। এ সময় সাংবাদিক পরিচয় দিলে উপর্যপুরি লাথি মারতে থাকেন ঘটনাস্থলে উপস্থিত অন্য ছাত্রলীগ কর্মীরা।
পরে ভুক্তভোগী সাংবাদিককে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ভুক্তভোগী সাংবাদিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে