নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রামের এক নেত্রীকে রাস্তা থেকে ধরে থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নারী শিক্ষার্থীরা। আজ রোববার বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানাধীন জিপিওর সামনে থেকে ওই নেত্রীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটক হওয়া ওই নেত্রী হলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহমহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা লিমা। গত বছর মার্চে ৭৩ সদস্যের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পূর্ণাঙ্গ যে কমিটি ঘোষণা করা হয়, সেখানে তাঁর নাম রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা একজন নারীকে ধরে থানায় সোপর্দ করেছে। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী বলে জানতে পেরেছি। ওনার বিষয়ে যাচাই-বাছাই চলছে। এরপর কোনো অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে জিপিওর সামনে দেখতে পেয়ে ১০-১৫ জন নারী শিক্ষার্থী তাঁকে ঘিরে ফেলেন। এ সময় ওই নেত্রীর সঙ্গে শিক্ষার্থীদের তর্ক হয়। শিক্ষার্থীরা তাঁকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করেন। ওই নেত্রীর সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রীর ছবি দেখায় শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে তাঁকে নিয়ে তিন মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত কোতোয়ালি থানার উদ্দেশে রওনা হন শিক্ষার্থীরা। যাওয়ার সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় স্বেরাচারীদের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে থাকে। এ সময় আটক নেত্রী মোবাইল ফোনে কথা বলতে চাইলে শিক্ষার্থীরা ফোন কেড়ে নিয়ে রেখে দেন। একপর্যায়ে ওই নেত্রী সড়কের ওপর কয়েক সেকেন্ডের জন্য বসে পড়েন। পরে শিক্ষার্থীরা সেখান তাঁকে তুলে থানায় নিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রামের এক নেত্রীকে রাস্তা থেকে ধরে থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নারী শিক্ষার্থীরা। আজ রোববার বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানাধীন জিপিওর সামনে থেকে ওই নেত্রীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটক হওয়া ওই নেত্রী হলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহমহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা লিমা। গত বছর মার্চে ৭৩ সদস্যের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পূর্ণাঙ্গ যে কমিটি ঘোষণা করা হয়, সেখানে তাঁর নাম রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা একজন নারীকে ধরে থানায় সোপর্দ করেছে। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী বলে জানতে পেরেছি। ওনার বিষয়ে যাচাই-বাছাই চলছে। এরপর কোনো অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে জিপিওর সামনে দেখতে পেয়ে ১০-১৫ জন নারী শিক্ষার্থী তাঁকে ঘিরে ফেলেন। এ সময় ওই নেত্রীর সঙ্গে শিক্ষার্থীদের তর্ক হয়। শিক্ষার্থীরা তাঁকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করেন। ওই নেত্রীর সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রীর ছবি দেখায় শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে তাঁকে নিয়ে তিন মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত কোতোয়ালি থানার উদ্দেশে রওনা হন শিক্ষার্থীরা। যাওয়ার সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় স্বেরাচারীদের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে থাকে। এ সময় আটক নেত্রী মোবাইল ফোনে কথা বলতে চাইলে শিক্ষার্থীরা ফোন কেড়ে নিয়ে রেখে দেন। একপর্যায়ে ওই নেত্রী সড়কের ওপর কয়েক সেকেন্ডের জন্য বসে পড়েন। পরে শিক্ষার্থীরা সেখান তাঁকে তুলে থানায় নিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার ফাঁসিতলা বাজারের ব্র্যাক অফিসের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৫ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ ঘণ্টা আগে