নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুসহ ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশন অফিস।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ছয়জন প্রার্থীর মধ্যে দুজন অনলাইনে, বাকিরা সশরীরে অফিসে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন।’ আগামী ৬ জুলাই যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
সূত্রে জানা গেছে, নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (মঙ্গলবার) বিকেলে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মহিউদ্দিন বাচ্চু নির্বাচন অফিসে আসেন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি ইব্রাহীম হোসেন বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সম্পাদক শফর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনে সংসদ সদস্য নগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. আফছারুল আমীন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নির্বাচন কমিশন শূন্য আসনটিতে উপনির্বাচনের জন্য ৩০ জুলাই দিন ধার্য করে। নির্বাচন তফসিল ঘোষণার পর এই পর্যন্ত ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই, প্রতীক বরাদ্দ ১৩ জুলাই ও ভোট গ্রহণ হবে ৩০ জুলাই।

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুসহ ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশন অফিস।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ছয়জন প্রার্থীর মধ্যে দুজন অনলাইনে, বাকিরা সশরীরে অফিসে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন।’ আগামী ৬ জুলাই যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
সূত্রে জানা গেছে, নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (মঙ্গলবার) বিকেলে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মহিউদ্দিন বাচ্চু নির্বাচন অফিসে আসেন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি ইব্রাহীম হোসেন বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সম্পাদক শফর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনে সংসদ সদস্য নগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. আফছারুল আমীন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নির্বাচন কমিশন শূন্য আসনটিতে উপনির্বাচনের জন্য ৩০ জুলাই দিন ধার্য করে। নির্বাচন তফসিল ঘোষণার পর এই পর্যন্ত ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই, প্রতীক বরাদ্দ ১৩ জুলাই ও ভোট গ্রহণ হবে ৩০ জুলাই।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৫ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৪ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪২ মিনিট আগে