নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুসহ ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশন অফিস।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ছয়জন প্রার্থীর মধ্যে দুজন অনলাইনে, বাকিরা সশরীরে অফিসে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন।’ আগামী ৬ জুলাই যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
সূত্রে জানা গেছে, নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (মঙ্গলবার) বিকেলে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মহিউদ্দিন বাচ্চু নির্বাচন অফিসে আসেন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি ইব্রাহীম হোসেন বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সম্পাদক শফর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনে সংসদ সদস্য নগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. আফছারুল আমীন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নির্বাচন কমিশন শূন্য আসনটিতে উপনির্বাচনের জন্য ৩০ জুলাই দিন ধার্য করে। নির্বাচন তফসিল ঘোষণার পর এই পর্যন্ত ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই, প্রতীক বরাদ্দ ১৩ জুলাই ও ভোট গ্রহণ হবে ৩০ জুলাই।

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুসহ ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশন অফিস।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ছয়জন প্রার্থীর মধ্যে দুজন অনলাইনে, বাকিরা সশরীরে অফিসে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন।’ আগামী ৬ জুলাই যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
সূত্রে জানা গেছে, নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (মঙ্গলবার) বিকেলে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মহিউদ্দিন বাচ্চু নির্বাচন অফিসে আসেন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি ইব্রাহীম হোসেন বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সম্পাদক শফর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনে সংসদ সদস্য নগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. আফছারুল আমীন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নির্বাচন কমিশন শূন্য আসনটিতে উপনির্বাচনের জন্য ৩০ জুলাই দিন ধার্য করে। নির্বাচন তফসিল ঘোষণার পর এই পর্যন্ত ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই, প্রতীক বরাদ্দ ১৩ জুলাই ও ভোট গ্রহণ হবে ৩০ জুলাই।

জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১৬ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১৯ মিনিট আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
২৫ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের লিফটে আটকে পড়া বরসহ ১০ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনের নিচতলার একটি দেয়াল ভেঙে তাঁদের উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে