Ajker Patrika

কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪৮
কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

কাভার্ড ভ্যানের চাপায় চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় তুষার রক্ষিত (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার পথে বন্দর থানাধীন ইস্পাহানি ২ নম্বর জেটি এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত তুষার পটিয়া উপজেলার হাবিলাস দ্বীপ গ্রামের সুধীর কুমার রক্ষিতে ছেলে। তিনি ইয়াংওয়ান কারখানায় পেটেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানান, তুষার মোটরসাইকেল চালিয়ে সকালে অফিসে যাচ্ছিলেন। ইস্পাহানি ২ নম্বর জেটি এলাকায় গেলে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করল ভেনেজুয়েলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত