নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে অটোরিকশায় হেনস্তা ও চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজিরপুর এলাকার রবিন (২০) ও আলাইয়াপুর ইউনিয়নের আরাফাত হোসেন অন্তর (২৩)। আজ দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত বুধবার নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইফতার মাহফিল শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে মাইজদীর বাসায় যাচ্ছিলেন ওই ছাত্রী। পথে অটোরিকশায় থাকা পাঁচজন পুরুষ ওই ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং তাঁর চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেন। এ সময় তাঁরা ওই ছাত্রীর ব্যাগ থেকে টাকা, একটি এটিএম কার্ড ও মোবাইল ফোন নিয়ে যান। মোবাইল ও বিকাশের পাসওয়ার্ড দিতে বাধ্য করে ছাত্রীকে পরে সিএনজিটি কলেজ গেট থেকে একলাশপুর বাজার পর্যন্ত ঘোরাতে থাকেন। পরে তাঁকে একলাশপুর বাজারের উত্তর পাশের একটি নির্জন স্থানে নামিয়ে দেন। এ সময় ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
এ বিষয়ে জানতে চাইলে র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নোয়াখালীর বেগমগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে অটোরিকশায় হেনস্তা ও চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজিরপুর এলাকার রবিন (২০) ও আলাইয়াপুর ইউনিয়নের আরাফাত হোসেন অন্তর (২৩)। আজ দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত বুধবার নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইফতার মাহফিল শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে মাইজদীর বাসায় যাচ্ছিলেন ওই ছাত্রী। পথে অটোরিকশায় থাকা পাঁচজন পুরুষ ওই ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং তাঁর চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেন। এ সময় তাঁরা ওই ছাত্রীর ব্যাগ থেকে টাকা, একটি এটিএম কার্ড ও মোবাইল ফোন নিয়ে যান। মোবাইল ও বিকাশের পাসওয়ার্ড দিতে বাধ্য করে ছাত্রীকে পরে সিএনজিটি কলেজ গেট থেকে একলাশপুর বাজার পর্যন্ত ঘোরাতে থাকেন। পরে তাঁকে একলাশপুর বাজারের উত্তর পাশের একটি নির্জন স্থানে নামিয়ে দেন। এ সময় ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
এ বিষয়ে জানতে চাইলে র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নওগাঁর মান্দায় গণিত ক্লাসে শিক্ষকের ভুল ধরায় এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ সাফি (১১)। সে গোবিন্দপুর গ্রামের আনিছুর রহমান মণ্ডলের ছেলে ও গোবি
২ মিনিট আগেনড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে হত্যা মামলার আসামি রফিকুল মোল্যার (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছনে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে এসে
৪ মিনিট আগেরাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছয় দফা দাবি আদায়ে ৯ দিন আগে শিক্ষার্থীদের দেওয়া তালা এখনো খোলেনি। এর মধ্যে দাবি আদায়ে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা দাবি আদায়ে নানা স্লোগান দেন। শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আজ বেলা সাড়ে ১১টার দি
৪ মিনিট আগেচট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে আয়োজিত সমাবেশ পুলিশ বাধায় পণ্ড হয়ে গেছে। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড়ে ‘ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদের’ সমাবেশ থেকে তিনজনকে আটক করা হয়।
২২ মিনিট আগে