Ajker Patrika

হাতিয়ায় দেড় শ মণ জাটকা জব্দ, দেওয়া হলো এতিমখানায়

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৪: ৫৭
হাতিয়ায় দেড় শ মণ জাটকা জব্দ, দেওয়া হলো এতিমখানায়

নোয়াখালীর হাতিয়ায় দেড় শ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার রাতে জব্দ করার পর এসব মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় ১২ জন মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

হাতিয়া কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ডের একটি দল। অভিযানে জাগলার চরের কাছে দুটি মাছবোঝাই ট্রলার আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ জাটকা পাওয়া যায়। ব্যবসায়ীরা এসব মাছ ভোলার মনপুরা থেকে চেয়ারম্যানঘাট হয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

পরে দুটি ট্রলারসহ ১২ মাছ ব্যবসায়ীকে আটক করে তমরদ্দি কোস্ট গার্ড ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সরোয়ার আটক সবাইকে ৩ হাজার টাকা করে ৩৬ হাজার টাকা জরিমানা ও জব্দ মাছ এতিমখানায় বিতরণ করে দেন।

হাতিয়া কোস্ট গার্ডের স্টেশনের কমান্ডার এম রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক দিন ধরে কিছু জেলে গোপনে জাটকা শিকার করছেন। এসব জাটকা ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করছেন। অভিযান চালিয়ে জাটকাবোঝাই দুটি ট্রলার আটক করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

আজকের রাশিফল: প্রেমে ‘পজেসিভ’ হলে বিবাদ বাড়বে, মোবাইল-মানিব্যাগ সাবধান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত