নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর পৃথকস্থানে অভিযান চালিয়ে এক নারীসহ সাত ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০ রাউন্ড গুলি, পাইপগান, দুটি চাপাতিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলা পৃথকস্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটকেরা হলেন—চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর গ্রামের মনির হোসেন (৪৫), তাঁর স্ত্রী জুলখো আক্তার (৩৫), নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম খলিল (২১), আবুল কালাম (২২), রহমত উল্যা (৪৫), নরোত্তমপুর ইউনিয়নের জাবেদ (৩৮) ও বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের কামাল উদ্দিন (৪৫)।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে ডাকাতির ঘটনায় সোমবার সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। গতকাল রাতে সদরের চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ইব্রাহিম খলিল, আবুল কালাম, রহমত উল্যা, জাবেদ ও কামালকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে তাঁরা আরও কয়েকজন ডাকাত সদস্যের তথ্য দিলে বোবারকান্দি দক্ষিণ মহতাপুর গ্রাম থেকে মনির ও জুলেখাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র-গুলিসহ ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নোয়াখালীর পৃথকস্থানে অভিযান চালিয়ে এক নারীসহ সাত ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০ রাউন্ড গুলি, পাইপগান, দুটি চাপাতিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলা পৃথকস্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটকেরা হলেন—চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর গ্রামের মনির হোসেন (৪৫), তাঁর স্ত্রী জুলখো আক্তার (৩৫), নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম খলিল (২১), আবুল কালাম (২২), রহমত উল্যা (৪৫), নরোত্তমপুর ইউনিয়নের জাবেদ (৩৮) ও বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের কামাল উদ্দিন (৪৫)।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে ডাকাতির ঘটনায় সোমবার সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। গতকাল রাতে সদরের চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ইব্রাহিম খলিল, আবুল কালাম, রহমত উল্যা, জাবেদ ও কামালকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে তাঁরা আরও কয়েকজন ডাকাত সদস্যের তথ্য দিলে বোবারকান্দি দক্ষিণ মহতাপুর গ্রাম থেকে মনির ও জুলেখাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র-গুলিসহ ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে