মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিনকীরহাট এলাকায় আজমনগর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—সাইফুল ইসলাম শাহিন (১৭), সুমি আক্তার (২৫) ও তাঁর তিন বছরের ছেলে মানারুল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুমির ভাই জিয়া উদ্দিন বাবলু (৩০) ও তাঁর সাত বছরের মেয়ে তানিশা।
তারা সবাই উপজেলার কাটাছরা ইউনিয়নের মধ্যম বামনসুন্দর এলাকার বেলুবলীবাড়ির বাসিন্দা। দাওয়াত খেতে করেরহাটের হাবিলদার বাসা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আবু সাঈদ খোকন জানান, চিনকীরহাট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি বিপরীতমুখী একটি বালুবোঝাই পিকআপের সামনে পড়ে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপটি সড়কের পাশে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বারইয়ারহাট বিএম হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আরিফ বলেন, ‘আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে কিশোর সাইফুল ইসলাম শাহিন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। বাকি দুজন—সুমি আক্তার ও মানারুলকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং আহত চারজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে সুমি আক্তার ও মানারুলের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিনকীরহাট এলাকায় আজমনগর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—সাইফুল ইসলাম শাহিন (১৭), সুমি আক্তার (২৫) ও তাঁর তিন বছরের ছেলে মানারুল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুমির ভাই জিয়া উদ্দিন বাবলু (৩০) ও তাঁর সাত বছরের মেয়ে তানিশা।
তারা সবাই উপজেলার কাটাছরা ইউনিয়নের মধ্যম বামনসুন্দর এলাকার বেলুবলীবাড়ির বাসিন্দা। দাওয়াত খেতে করেরহাটের হাবিলদার বাসা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আবু সাঈদ খোকন জানান, চিনকীরহাট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি বিপরীতমুখী একটি বালুবোঝাই পিকআপের সামনে পড়ে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপটি সড়কের পাশে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বারইয়ারহাট বিএম হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আরিফ বলেন, ‘আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে কিশোর সাইফুল ইসলাম শাহিন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। বাকি দুজন—সুমি আক্তার ও মানারুলকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং আহত চারজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে সুমি আক্তার ও মানারুলের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৬ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৮ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ব্যাপারীসহ দুই শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা নেতাদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে এসব নেতা-কর্মী যোগদান করেন।
২৬ মিনিট আগে