প্রতিনিধি, মানিকছড়ি (খাগড়াছড়ি)

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’র দেশব্যাপী মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে পরিচালিত মডেল মসজিদ পাঠাগার প্রকল্প গত বছরের জুন মাসে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এখনো পর্যন্ত প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করা হয়নি। ফলে পাঠাগার পরিচালনায় সারা দেশের ৬ শতাধিক কেয়ারটেকার গত এক বছর থেকে বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। এতে এ প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত তাঁরা।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের জেলা পর্যায়ে দায়িত্বরত উপপরিচালক বলেন, করোনাকালীন সময়ের কারণে মেয়াদ বৃদ্ধির কাজ থমকে আছে। অচিরেই চলমান ও জনবান্ধব প্রকল্পটিতে প্রাণ ফিরে আসবে।
ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি'র উপপরিচালক মো. মঞ্জরুল আলম মজুমদার বলেন, দেশব্যাপী মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের জুন মাসে। মেয়াদোত্তীর্ণের এক বছর অতিবাহিত হলেও এ নিয়ে এখনোও পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়নি। ফলে গণপাঠাগার পরিচালনায় নিয়োজিত সারা দেশে ৬০০ কেয়ারটেকার গত এক বছর বেতন-ভাতা না পেয়ে করোনার সংকটকালে পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছে। কেয়ারটেকারদের আবেদনের প্রেক্ষিতে এরই মধ্যে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ প্রধানমন্ত্রীর করোনা প্রণোদনার দাবি সংবলিত আবেদন ইসলামী ফাউন্ডেশনে পাঠানো হয়েছে।
মানিকছড়ি উপজেলা মডেল মসজিদ পাঠাগারের কেয়ারটেকার মো. কাউছার হামিদ আজকের পত্রিকাকে বলেন, একজন মডেল কেয়ারকেটাররা মাসিক ৩ হাজার টাকা সম্মানী, টিএডিএ ৫০০ টাকা, অফিস খরচ ৩০০ টাকা এবং দৈনিক পত্রিকা বিল ১০ টাকার বিনিময়ে পাঠাগারে দায়িত্ব পালন করেন। আর উপজেলার প্রতিটি মডেল পাঠাগারে রয়েছে ধর্মীয়, রাজনৈতিক, ইতিহাস, ঐতিহ্য সংবলিত ৬ শতাধিক বইয়ের বিপুল সমাহার। মসজিদের মুসল্লি, ইমাম, মাদ্রাসা ছাত্র এমনকি বাজার ব্যবসায়ীরা অবসর সময়ে পাঠাগারে বসে বই-পুস্তক পড়া ও দেশ-বিদেশের খবরাখবর সম্পর্কে জানার সুযোগ হয়।
মো. কাউছার হামিদ আরও বলেন, গত ২০২০ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলে দেশব্যাপী ৬০০ কেয়ারটেকারের বেতনসহ সকল সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যায়। কিন্তু ওই সব কেয়ারটেকারদের দায়িত্ব থেমে যায়নি। করোনার এই দুর্যোগেও নিয়মিত মডেল মসজিদ পাঠাগারের পাঠশালাটি সরগম রাখছি আমরা।
ইসলামিক ফাউন্ডেশন, খাগড়াছড়ির উপপরিচালক মো. মঞ্জরুল আলম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ'র মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে পরিচালিত মডেল মসজিদ পাঠাগার প্রকল্প একটি জনবান্ধব ও প্রশংসনীয় প্রকল্প। প্রায় ২০ / ২৫ বছর ধরে চলমান প্রকল্পটি এখন সারা দেশে দৃশ্যমান। দেশের অর্থনৈতিক কারণে এটিকে রাজস্ব খাতে নেওয়া সম্ভব না হলেও প্রকল্পের মাধ্যমে সরকার এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। খুব শিগগিরই প্রকল্পটির মেয়াদ বৃদ্ধিসহ কেয়ারটেকারদের বকেয়া পরিশোধে ইসলামী ফাউন্ডেশন আন্তরিকভাবে কাজ করছে।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’র দেশব্যাপী মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে পরিচালিত মডেল মসজিদ পাঠাগার প্রকল্প গত বছরের জুন মাসে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এখনো পর্যন্ত প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করা হয়নি। ফলে পাঠাগার পরিচালনায় সারা দেশের ৬ শতাধিক কেয়ারটেকার গত এক বছর থেকে বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। এতে এ প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত তাঁরা।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের জেলা পর্যায়ে দায়িত্বরত উপপরিচালক বলেন, করোনাকালীন সময়ের কারণে মেয়াদ বৃদ্ধির কাজ থমকে আছে। অচিরেই চলমান ও জনবান্ধব প্রকল্পটিতে প্রাণ ফিরে আসবে।
ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি'র উপপরিচালক মো. মঞ্জরুল আলম মজুমদার বলেন, দেশব্যাপী মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের জুন মাসে। মেয়াদোত্তীর্ণের এক বছর অতিবাহিত হলেও এ নিয়ে এখনোও পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়নি। ফলে গণপাঠাগার পরিচালনায় নিয়োজিত সারা দেশে ৬০০ কেয়ারটেকার গত এক বছর বেতন-ভাতা না পেয়ে করোনার সংকটকালে পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছে। কেয়ারটেকারদের আবেদনের প্রেক্ষিতে এরই মধ্যে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ প্রধানমন্ত্রীর করোনা প্রণোদনার দাবি সংবলিত আবেদন ইসলামী ফাউন্ডেশনে পাঠানো হয়েছে।
মানিকছড়ি উপজেলা মডেল মসজিদ পাঠাগারের কেয়ারটেকার মো. কাউছার হামিদ আজকের পত্রিকাকে বলেন, একজন মডেল কেয়ারকেটাররা মাসিক ৩ হাজার টাকা সম্মানী, টিএডিএ ৫০০ টাকা, অফিস খরচ ৩০০ টাকা এবং দৈনিক পত্রিকা বিল ১০ টাকার বিনিময়ে পাঠাগারে দায়িত্ব পালন করেন। আর উপজেলার প্রতিটি মডেল পাঠাগারে রয়েছে ধর্মীয়, রাজনৈতিক, ইতিহাস, ঐতিহ্য সংবলিত ৬ শতাধিক বইয়ের বিপুল সমাহার। মসজিদের মুসল্লি, ইমাম, মাদ্রাসা ছাত্র এমনকি বাজার ব্যবসায়ীরা অবসর সময়ে পাঠাগারে বসে বই-পুস্তক পড়া ও দেশ-বিদেশের খবরাখবর সম্পর্কে জানার সুযোগ হয়।
মো. কাউছার হামিদ আরও বলেন, গত ২০২০ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলে দেশব্যাপী ৬০০ কেয়ারটেকারের বেতনসহ সকল সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যায়। কিন্তু ওই সব কেয়ারটেকারদের দায়িত্ব থেমে যায়নি। করোনার এই দুর্যোগেও নিয়মিত মডেল মসজিদ পাঠাগারের পাঠশালাটি সরগম রাখছি আমরা।
ইসলামিক ফাউন্ডেশন, খাগড়াছড়ির উপপরিচালক মো. মঞ্জরুল আলম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ'র মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে পরিচালিত মডেল মসজিদ পাঠাগার প্রকল্প একটি জনবান্ধব ও প্রশংসনীয় প্রকল্প। প্রায় ২০ / ২৫ বছর ধরে চলমান প্রকল্পটি এখন সারা দেশে দৃশ্যমান। দেশের অর্থনৈতিক কারণে এটিকে রাজস্ব খাতে নেওয়া সম্ভব না হলেও প্রকল্পের মাধ্যমে সরকার এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। খুব শিগগিরই প্রকল্পটির মেয়াদ বৃদ্ধিসহ কেয়ারটেকারদের বকেয়া পরিশোধে ইসলামী ফাউন্ডেশন আন্তরিকভাবে কাজ করছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ৪ নম্বর মরিয়মনগর ইউনিয়নের কাটাখালী ও চারাবটতল স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৮ ঘণ্টা আগে