কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের রাখাইনে থেমে থেমে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ চলছে। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার আবার গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ সীমান্ত কেঁপে উঠেছে।
সীমান্তের বাসিন্দা ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার, ওয়াব্রাং, পুরানবাজার, ফুলের ডেইল, চৌধুরীপাড়া, সাইটপাড়া, রঙ্গিখালী, লেদা, মুচনী, দমদমিয়া, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া, কেকে পাড়া, জালিয়াপাড়া থেকে শুরু করে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নাফনদীর ওপারে বিকট শব্দের বিস্ফোরণের ঘটনা ঘটে। সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারাও এ বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান তারা।
এ ছাড়া নাফনদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের উত্তরের বলিবাজার, নাকপুরা, দক্ষিণে হাস্যুরাতা, নাইক্ষ্যংদিয়া, মাঝামাঝি সিকদারপাড়া, দলিয়াপাড়া, কদিরবিল, নুরুল্যাহপাড়াকে ঘিরে মর্টার শেলসহ নানা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
টেকনাফ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে। জান্তা বাহিনী বেদখল হওয়া এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গত পাঁচ দিন ধরে মিয়ানমারের সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়নি। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে আবারও থেমে থেমে বিকট শব্দ শোনা যাচ্ছে।’
সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ‘গত পাঁচ দিন পর আজ সকাল থেকে বিকট শব্দ শোনা যাচ্ছে। নাফ নদীর ওপারে আবারও সংঘর্ষ চলছে।’ একই কথা জানান স্থানীয় ইউপি সদস্য আক্তার কামালও।
এ বিষয়ে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাখাইনের পরিস্থিতি বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’

মিয়ানমারের রাখাইনে থেমে থেমে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ চলছে। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার আবার গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ সীমান্ত কেঁপে উঠেছে।
সীমান্তের বাসিন্দা ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার, ওয়াব্রাং, পুরানবাজার, ফুলের ডেইল, চৌধুরীপাড়া, সাইটপাড়া, রঙ্গিখালী, লেদা, মুচনী, দমদমিয়া, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া, কেকে পাড়া, জালিয়াপাড়া থেকে শুরু করে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নাফনদীর ওপারে বিকট শব্দের বিস্ফোরণের ঘটনা ঘটে। সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারাও এ বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান তারা।
এ ছাড়া নাফনদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের উত্তরের বলিবাজার, নাকপুরা, দক্ষিণে হাস্যুরাতা, নাইক্ষ্যংদিয়া, মাঝামাঝি সিকদারপাড়া, দলিয়াপাড়া, কদিরবিল, নুরুল্যাহপাড়াকে ঘিরে মর্টার শেলসহ নানা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
টেকনাফ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে। জান্তা বাহিনী বেদখল হওয়া এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গত পাঁচ দিন ধরে মিয়ানমারের সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়নি। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে আবারও থেমে থেমে বিকট শব্দ শোনা যাচ্ছে।’
সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ‘গত পাঁচ দিন পর আজ সকাল থেকে বিকট শব্দ শোনা যাচ্ছে। নাফ নদীর ওপারে আবারও সংঘর্ষ চলছে।’ একই কথা জানান স্থানীয় ইউপি সদস্য আক্তার কামালও।
এ বিষয়ে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাখাইনের পরিস্থিতি বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে